স্পোর্টস ডেস্ক : আজ নিজেদের এশিয়া কাপের শেষ ম্যাচে আফগানিস্থানের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারতীয় দল। চলতি প্রতিযোগিতা থেকে আর কিছু পাওয়ার নেই বিরাটদের। আজকের ম্যাচে জিতে সম্মানের সঙ্গে দেশে ফিরতে চাইবে ভারত।
সুপার ফোরে টানা দুটি ম্যাচ হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড় থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। রোহিত শর্মার দল গঠন নিয়ে অনেক প্রশ্ন উঠছে।
রোহিত শর্মা দাবি করেছিলেন যে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ৮০ থেকে ৯০ শতাংশ প্রস্তুত রয়েছে। এশিয়া কাপে তারা বাকি ১০ শতাংশ নিশ্চিত করে ফেলতে পারবে। কিন্তু ভারতীয় দল যে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে রোহিত শর্মাকে আবার হয়তো গোড়া থেকে ভাবতে হবে। যেই ক্রিকেটারদের ওপর অনেক আশা ছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের, তাদের অনেকেই হতাশ করেছেন চলতি প্রতিযোগিতায়।
ভারতের জন্য স্বস্তির ব্যাপার হলো এটাই যে তাদের এশিয়া কাপের পরে রাতারাতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যেতে হচ্ছে না। মাঝে ঘরের মাটিতে দল নিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দুটি সিরিজ হাতে পাবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর সমর্থকরা চাইছেন সেই টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরানোর অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামিকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভালো বোলিং করতে পারেননি শামি। তার পরে অবশ্য নি তিনি নিজের ফ্রম পুনরুদ্ধার করেছিলেন এবং ভারতকে বেশকিছু ম্যাচে জিতিয়েছিলেন। তবে সেগুলি সবই ওডিআই কিংবা টেস্ট ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবসময়ই ভুবনেশ্বর এবং বুমরাকে নিজের হাতের তুরুপের তাস হিসেবে ধরে এগিয়েছেন রোহিত। বুমরা এই মুহূর্তে চোট কাটিয়ে মাঠে ফিরতে রিহ্যাব করছেন। তার অনুপস্থিতিতে ভুবনেশ্বর কুমারও অত্যন্ত ফিকে। এই অবস্থায় আবার মহম্মদ সামির কথা হয়তো আবার ভাবতে বাধ্য হবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার দৌড় কতদূর
সম্প্রতি মহম্মদ শামির হয়ে ব্যাট ধরেছেন প্রাক্তন অজি কিংবদন্তি পেসার ব্রেট লি। লি বলেছেন, “যদি শামি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকে তাহলে আমি ওকে দলে নেওয়ার জন্য দুবার ভাববো না, কারণ ও একজন বিশ্বমানের বোলার এবং বিশ্বের বিভিন্ন কোনায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলে রয়েছে। চাপের মাথায় কিভাবে বোলিং করতে হয় সেটা খুব ভাল করেই জানে শামি। ওর অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের কাজে লাগবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।