বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে ‘প্রকৃতিতে ফেরানোর’ একটি অ্যাপ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে গুগল প্লে স্টোর। সমকামীদের প্রকৃতিতে ফেরাতে সাহায্য করতে এই অ্যাপটি নির্মাণ করেছিল মালয়েশিয়া সরকার। প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সেটি প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে গুগল।
২০১৬ সালে অ্যাপটি প্রথম রিলিজ করা হয়। কিন্তু মালয়েশিয়া সরকারের ইসলামিক উন্নয়ন বিভাগ সেটি টুইটারে শেয়ার করলে তা নজরে আসে। কর্তৃপক্ষ বলেছিল, অ্যাপটি এলজিবিটি সম্পদায়ের মানুষকে প্রকৃতি বা বিশুদ্ধতায় ফিরিয়ে আনতে সক্ষম। শুধু তাই নয়, কর্তৃপক্ষ একটি ই-বইও যুক্ত করেছিল যেখানে রমজান মাস চলাকালীন এক সমকামী কিভাবে স্বাভাবিক জীবনে ফিরেছিল তার বিস্তারিত বর্ণনা দেওয়া। খবর দ্য গার্ডিয়ানের।
এই ব্যাপারে গার্ডিয়ানের পক্ষ থেকে গুগলে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি এক বিবৃবিতে জানায়, কোনো অ্যাপ আমাদের এখানে অন্তর্ভুক্ত হলে অ্যাপটি সম্পর্কে আমরা আমাদের নীতিগুলো তদন্ত করি। যদি কোনো নীতির লঙ্ঘন ধরা পড়ে তখন আমরা সবার জন্য ব্যবহার উপযোগী পদক্ষেপ নিই। এরপরই প্লে স্টোর থেকে অ্যাপটি ছেঁটে ফেলা হয়।
এই ব্যাপারে মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগের বক্তব্য চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।
এই ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার গবেষক রাচেল ছোয়া হাওয়ার্ড বলেন, এই ধরনের উপাদান ছিল খুব বিপজ্জনক এবং ঘৃণ্য। মালয়েশিয়াতে এলজিবিটিআই সম্প্রদায় ব্যাপক বৈষম্যের শিকার হয়। যেমন দেশটিতে সম লি ঙ্গে র সম্পর্ক এবং অস্বাভাবিক লি ঙ্গ আচরণ প্রকাশ বেআইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।