জুমবাংলা ডেস্ক : বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
গত রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অপরারেশন্স শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
ওই নির্দেশনা পোস্ট করে তিনি লিখেছেন, আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি।
হাসনাত আরও লেখেন, একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। ওইদিন চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এতে দেশ গঠনে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। পাশাপাশি, সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।