বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে অসংখ্য মুসলিম হত্যা করা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে আমেরিকা। তারই জেরে এবার দেশটির টেক্সাসে অনুষ্ঠিতব্য সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল (এসএক্সএসডাব্লিউ) বয়কট করলেন ব্রিটিশ গায়িকা রাচেল চিনৌরিরি।
গাজায় ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থনের প্রতিবাদ ও সেনাবাহিনীর সঙ্গে অনুষ্ঠানের স্পন্সরের চুক্তির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। আমেরিকার ওই উৎসবে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু গাজার প্রতি সমর্থন জানিয়ে সেই অনুষ্ঠান থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাচেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রিটিশ গায়িকা লিখেছেন, যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। তার বাবা-মা জিম্বাবুয়ে থেকে যুক্তরাজ্যে যখন এসেছিলেন, তখন তিনি ছিলেন ‘শিশু সৈনিক’ এবং তাদের জীবন ছিল অসহ্য যন্ত্রণার। রাচেল জানান, কখনো সুযোগ হলে বেড়ে ওঠার সব প্রতিবন্ধকতার গল্প তুলে ধরবেন তিনি। তবে তার এ প্রতিবাদ শতভাগ যুদ্ধবিরোধী।
সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল যা আমেরিকার অস্টিন শহরে ১৬ মার্চ পর্যন্ত চলবে। এ ফেস্টিভালে ফিল্ম, কমেডি এবং সংগীত বিষয়ে বিভিন্ন ধরণের পর্ব থাকে। প্রতি বছর এতে তিন লাখেরও বেশি দর্শকের সমাগম হয়। অনুষ্ঠানের জন্য অস্থায়ী জেটি নির্মাণসহ বিভিন্ন সুরক্ষার দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনী।
এর আগে গত রবিবার আমেরিকার ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানেও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান হলিউড তারকারা। এই হামলা বন্ধের দাবিতে বুকে লাল ব্যাজ ধারণ করেন তারা। যেখানে লাল চকচকে বৃত্তের নকশায় ছিল একটি হাতের আদল এবং একটি কালো হৃদয়ের প্রতীক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।