আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে গ্রামের বাসিন্দারা পোশাক ছাড়াই ঘুরে বেড়ান। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন। গ্রামের কেউ পোশাক পড়েন না। উদোম গায়ে ঘুরে বেড়ান। বাইরের কেউ যদি সেই গ্রামে বাস করতে চান তাহলে তাকেও সম্পূর্ণ পোশাক ছাড়া গ্রামে থাকতে হয়। এটাই শর্ত।
বিশ্বের একেক স্থানের জীবনযাপনের ধরন, খাবার, পোশাক, সংস্কৃতি একেক রকম। কিছু স্থানের অদ্ভূত রীতিনীতি, ঐতিহ্য দেখলে বা শুনতে তাক লেগে যেতে হয। এরকমই এক অদ্ভূত স্থান হল যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে একটি গ্রাম। এই গ্রামে মানুষ পোশাক ছাড়াই ঘুরে বেড়ান। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন। গ্রামের কেউ পোশাক পড়েন না। উদোম গায়ে ঘুরে বেড়ান। বাইরের কেউ যদি সেই গ্রামে বাস করতে চান তাহলে তাকেও সম্পূর্ণ পোশাক ছাড়া গ্রামে থাকতে হয়। এটাই শর্ত। কারণ শুনলে তাক লেগে যাবে।
যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে স্পিলপ্ল্যাটজ নামে একটি গ্রাম রয়েছে। Spielplatz শব্দের অর্থ খেলার মাঠ। এই গ্রামটিকে সিক্রেট ভিলেজ নামেও ডাকা হয়।
পোশাক না পরার কারণ
বহু বছর ধরে মানুষ এই জায়গায় কাপড় ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আট থেকে আশি মানে শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে এই গ্রামে কেউ পোশাক পরেন না। গ্রামের অনেক বাসিন্দা আছেন যাঁরা দীর্ঘ প্রায় ৯০ বছরেরও বেশি সময় এখানে বসবাস করছেন। এবং এত বছর তাঁরা পোশাক ছাড়াই গ্রামে কাটিয়েছেন।
কে প্রতিষ্ঠা করেন?
যুক্তরাজ্যের এই পোশাক ছাড়া গ্রামের সম্প্রদায়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে। প্রতিষ্ঠা করেন চার্লস ম্যাককাস্কি। তাঁর বিশ্বাস ছিল যে, প্রকৃতির মাঝে বসবাসকারী এবং শহুরে মানুষের মধ্যে কোনও পার্থক্য নেই। নিজের বিশ্বাসকে তিনি অন্যদের মধ্যেও প্রচার করেন।
লোকদেখানো পোশাক
এই গ্রামের মানুষের বিশ্বাস যে, ভগবান মানুষকে পোশাক ছাড়াই এই দুনিয়ায় পাঠিয়েছেন, তাই পোশাক ব্যাপারটাই লোকদেখানো। তাই এই পোশাক পরা উচিত নয়।
গ্রামের সুযোগ সুবিধা
যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে স্পিলপ্ল্যাটজ গ্রামের মানুষরা পোশাক পরেন না ঠিকই, কিন্তু তা বলে ভাববেন না যে তাঁরা আদিমযুগে বসবাস করছেন। আধুনিক জীবন যাপনের যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই গ্রামে। বড় বড় বিলাসবহুল বাড়ি, সুইমিং পুল, বার, রেস্তোরাঁ সবই রয়েছে এখানে। গ্রামের বেশিরভাগ বাড়িই বালো প্যাটার্নের। এই বাড়িগুলির মূল্য লক্ষাধিক পাউন্ড। বাড়িতে রয়েছে যাবতীয় বিলাসব্যসনের ব্যবস্থাও সুযোগ সুবিধা।
গ্রামের মানুষ বেশ সচেতন ও সৌখিন। তাঁরা গায়ে কোনও পোশাক না পরলেও রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ঠিকই ব্যবহার করেন। গলায় সোনার চেইন এমনকি আঙ্গুলে আংটিও পরেন সখ করে। গ্রামের ভিতর বেশ সমৃদ্ধ বারও আছে। শুধু পোশাকই নেই গায়ে। বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেল এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে। বাইরে থেকে কোনও ব্যক্তি ই গ্রামে থাকতে চাইলে বা সেখানে বাড়ি কিনে বসবাস করতে চাইলে তাঁকের পোশাক বর্জন করতে হয়। না হলে নগ্নতার গ্রামে প্রবেশ নিষেধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।