সম্পদে বলিউডে কোন নায়িকারা প্রথম ১০টি স্থানে

নায়িকারা

বিনোদন ডেস্ক : সম্পদে এবং বিত্তে বলিউডের কোন নায়করা এগিয়ে তা সবার জানা। কিন্তু, জানেন কী যে নায়িকারাও পিছিয়ে নেই! তাদের ব্যক্তিগত সম্পদের পরিমাণও কম নয়। তালিকায় প্রথম নামটি আসে অভিষেক বচ্চনের পত্নী, অমিতাভ বচ্চন এর পুত্রবধূর নাম।

নায়িকারা

ঐশ্বর্য রাই বচ্চন এখন আর নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও বিজ্ঞাপনী ছবিতে তাকে দেখা যায়। একদা মিস ওয়ার্ল্ড রাই সুন্দরী আয়ের দিক থেকে তালিকায় এক নম্বরে আছেন একশ মিলিয়ন ডলার নিয়ে। দ্বিতীয় নামটি প্রবাসিনী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এর। তার সম্পদের পরিমাণ সত্তর মিলিয়ন ডলার। তিনে আছেন পটোদি – শর্মিলা ঠাকুরের পুত্রবধূ, সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান।

এন্ডর্সমেন্ট বাবদ দেদার আয় করেন কারিনা। তার মোট সম্পদ ষাট মিলিয়ন ডলার। এখন বলিউডের হার্টথ্রব দীপিকা পাড়ুকোন চল্লিশ মিলিয়ন ডলারের সম্পদের মালিক।

এরপরের স্থান অনুষ্কা শর্মার। বিরাট কোহলির পত্নীর ছত্রিশ মিলিয়ন ডলারের সম্পদ। এর পরের নামটি কিন্তু চোখ কপালে তোলার জন্য যথেষ্ট। সিনেমা করা ছেড়ে দিয়েছেন সেই কবে, কিন্তু এখনও সম্পদশালীনি মাধুরী দিক্ষিত। তার সম্পত্তি চৌত্রিশ মিলিয়ন ডলার এর।

দুই খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায় এবং কাজল যথাক্রমে পঁচিশ ও চব্বিশ মিলিয়ন ডলার নিয়ে পরবর্তী দুটি স্থানে। নবম স্থানে কুড়ি মিলিয়ন ডলার নিয়ে আছেন ক্যাটরিনা কাইফ। প্রথম দশ এর শেষ স্থানটি গ্লাম কুইন শিল্পা শেঠীর। তার উপার্জিত সম্পদ ষোলো মিলিয়ন ডলার।

রানির এই শাড়িটির দাম শুনলে অবাক হবেন, যেটি পরলে আপনাকে মনে হবে পঁচিশের তরুণী

এই দশ নারী অর্থ উপার্জন করেছেন একা এবং নিজে। স্বামীদের উপার্জনের সঙ্গে যুক্ত হলে ফিগার কোথায় দাঁড়াবে তা বোধহয় বলতে পারবেন একমাত্র ঈশ্বর। তবে, এদের স্বামীরা যে স্বীকার করছেন – স্ত্রী ভাগ্যে ধন -তাতে আর বিষ্ময়ের কী আছে!