ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একাধারে অভিনেত্রী, লেখক ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী। টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পেলেও বড়পর্দায় তার অভিষেক ঘটে অনিমেষ আইচ পরিচালিত সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’ দিয়ে। অভিনয়ের পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি নিয়মিত নাচের সঙ্গে যুক্ত এবং একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।

শুধু অভিনয় নয়, লেখালেখিতেও সমানভাবে সক্রিয় ভাবনা। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার একাধিক উপন্যাস। এর মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ পাঠকদের কাছে বেশ আলোচিত হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে ভাবনা বলেন, নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়াটা খুব স্বাভাবিক। যে কোনো সম্পর্কেই ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা দূরত্ব তৈরি হতে পারে। সমাজে সাধারণত প্রেমের সম্পর্ককেই এসব বিষয়ের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু বাস্তবে সব ধরনের সম্পর্কেই বিচ্ছেদ বা পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক নিয়ে স্ট্যাটাস দেওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, জীবন কখনো এক জায়গায় স্থির থাকে না। সম্পর্ক বদলায়, পরিস্থিতিও বদলায়। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। বিয়ের দিনই সবাই তার ব্যক্তিগত সম্পর্কের কথা জানতে পারবেন। তবে সম্পর্ক মানেই যে প্রেম— এমন নয় বলেও মন্তব্য করেন ভাবনা।
পারলারে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটিং থাকলেই যে পারলারে যেতে হবে, বিষয়টি এমন নয়। ব্যক্তিগত সময় কাটানো ও নিজের যত্ন নিতেও তিনি পারলারে যান। সম্প্রতি কাজের চাপ বেশি থাকায় নিজেকে সময় দেওয়ার জন্যই সেখানে এসেছেন।
কাজের প্রসঙ্গে তিনি জানান, ইরফান সাজ্জাদ ও দীঘির সঙ্গে একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে, দ্বিতীয় অংশের শুটিং শুরু হবে শিগগিরই। ঈদে এটি মুক্তি পাবে বলে জানান তিনি।
সহশিল্পী দীঘির সঙ্গে বন্ধুত্বের বিষয়ে ভাবনা বলেন, বয়সে ছোট হলেও দীঘির সঙ্গে তার দারুণ বোঝাপড়া। তারা একসঙ্গে আড্ডা দেন, গল্প করেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করেন।
নারীপ্রধান গল্পে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, দেশের চলচ্চিত্রে নারীকেন্দ্রিক গল্প তুলনামূলকভাবে কম। তাই এমন চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি তা গুরুত্ব দিয়ে নেন। তার ভাষায়, সিনেমায় কাজ করলে তিনি নায়িকা হিসেবেই কাজ করতে চান। পার্শ্বচরিত্রে অভিনয় করার ইচ্ছা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এই সিদ্ধান্তের ব্যাখ্যায় ভাবনা বলেন, আমাদের দেশে একবার পার্শ্বচরিত্রে কাজ করলে পরবর্তীতে একই ধরনের চরিত্রের প্রস্তাবই বেশি আসে। যোগ্যতা অনুযায়ী চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে পেশাদারিত্বের অভাব রয়েছে বলে তিনি মনে করেন। তাই ভবিষ্যতের কথা ভেবেই নায়িকা চরিত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান তিনি।
অবসরে সময় কাটানোর বিষয়ে ভাবনা জানান, তিনি বই পড়েন, সিনেমা দেখেন, পরিবারের সঙ্গে সময় কাটান এবং নতুন কাজের প্রস্তুতি নেন। সম্প্রতি ‘পায়েল’ সিনেমার ডাবিং শেষ করেছেন এবং সামনে নতুন একটি ওয়েব প্রজেক্টে কাজ করবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সুমন ধরের সিনেমার কাজ শেষ করার পর আরও কিছু ডাবিংয়ের কাজ রয়েছে। এছাড়া ঈদে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় আইস্ক্রিনের একটি ওয়েব প্রজেক্টে কাজ করবেন তিনি। পাশাপাশি কয়েকটি সিনেমা আন্তর্জাতিক উৎসবে পাঠানোর প্রস্তুতিও চলছে বলে জানান ভাবনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


