বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বোধ হয় ক্যারিয়ারের সেরা সময়ে কিয়ারা আদভানি। একের পর এক ছবি। বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন। ‘শেরশাহ’, ‘ভুলভুলাইয়া ২’-র সাফল্যের পর আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘যুগ যুগ জিও’। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সম্পত্তিও!
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন অভিনেত্রী। এনেছেন বিপুল পরিবর্তন। এই কয়েক বছরে নায়িকার মোট সম্পত্তির পরিমাণ জানেন?
২০১৪ সালে ‘ফুগলে’র হাত ধরে বলিপাড়ায় যাত্রা শুরু নায়িকার।তারপর ‘এম এস ধোনি’-তে কিয়ারার অভিনয় দর্শকের নজর কাড়ে। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য লাস্ট স্টোরি’-তে অভিনেত্রী প্রশংসা আদায় করেছেন সব মহলেই। আর তারা হাত ধরেই এখন কোটি টাকার সম্পত্তির মালিক কিয়ারা।
ছবি পিছু ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন কিয়ারা। ‘কবির সিংহ’ ছবির জন্য নিয়েছিলেন ৩ কোটি রুপি। আর বিজ্ঞাপনের ব্র্যান্ড পিছু নায়িকার পারিশ্রমিক ১ কোটি রুপি। ১৫ কোটি রুপি দিয়ে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনে ফেলেছেন। রয়েছে দামি দামি গাড়ির সম্ভার। এই কয়েক বছরে বলিউডে যে নিজের জমি শক্ত করে ফেলেছেন নায়িকা, তা বোধ হয় বলা যেতেই পারে!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel