চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর এবং ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বৃদ্ধা। চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মা বিবি ফাতেমা বাদী হয়ে ছেলে মো. মাকসুদ মোল্লা ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে মাকসুদ মোল্লা ও কহিনুর বেগমকে আগামী ২৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মাকসুদ মোল্লা আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা হারুন মোল্লার ছেলে এবং শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী কহিনুর বেগমও একই স্কুলের সহকারী শিক্ষিকা।
বৃহস্পতিবার বিবি ফাতেমা সাংবাদিকদের জানান, তার ছয় সন্তানের মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়েছেন। অন্যান্য ছেলেরা মায়ের ভরণ-পোষণ দিলেও শিক্ষক মাকসুদ তা দেন না। শুধু তাই নয়, সম্পত্তির জন্য তিনি বিভিন্ন সময়ে মাকে মারধর করেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, গত শুক্রবার মাকসুদ ও তার স্ত্রী কহিনুর বহিরাগতদের নিয়ে মুজিবনগর ইউনিয়নের সম্পত্তি দখল করতে গিয়ে ছোট ভাই সফিককে মারধর করেন। মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও গুরুতর আহত করা হয়। পরে বিবি ফাতেমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
বিবি ফাতেমার অভিযোগ, তিনি বড় ছেলে মাকসুদকে লেখাপড়া শিখিয়েছেন। চাকরি পাওয়ার পর থেকেই মাকসুদ ছোট ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন এবং প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
আট বছর আগে মাকসুদ তাদের ঘর থেকে বের করে দেন। এরপর তারা মুজিবনগরের একটি বিচ্ছিন্ন দ্বীপে কৃষক ছেলে সফিকের কাছে আশ্রয় নেন। সেখানেও মাকসুদ সম্পত্তির জন্য তার বাবাকে মারধর করেন, যার ফলে তিনি অসুস্থ হয়ে মারা যান।
বিবি ফাতেমা আরও বলেন, গত শুক্রবার মাকসুদ ও তার স্ত্রী কহিনুর লোকজন নিয়ে এসে সম্পত্তি দখল করতে চান। ছোট ছেলে সফিককে মারধর করলে তিনি বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তিনি আদালতের কাছে এর উপযুক্ত বিচার দাবি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান জানান, দন্ডবিধি ৩২৩/৫০৬ (২) ধারায় আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মাকসুদ ও কহিনুরকে আগামী ২৮ জুলাই আদালতে হাজির হতে বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।