জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় জুয়ার টাকার জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাইসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কুমিল্লার সদরের ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তিনজন বরুড়া উপজেলা থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যান। পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় মঙ্গলবার রাতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে।
ওসি আরও জানান, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করেন। এই গরু বিক্রি করে তারা জুয়া খেলতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বুধবার বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন তিন চোরের বিরুদ্ধে মামলা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।