রোনালদিনহোর ছেলেকে দলে ভেড়াল বার্সেলোনা

রোনালদিনহোর ছেলে

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস বার্সেলোনায় এসেছিলেন ট্রায়াল দিতে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে মুগ্ধ করেন সকলকে। ট্রায়ালে উত্তীর্ণ হওয়ায় অ্যাটাকিং মিডফিল্ড ও উইঙ্গে খেলতে পারা প্রতিভাবান এই ফুটবলারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বার্সা।

রোনালদিনহোর ছেলে

চুক্তি চূড়ান্ত হলে কাতালান ক্লাবটির ইয়ূথ টিমে খেলবেন রোনালদিনহোর ছেলে। নিজের ছেলের এমন অর্জনে দারুণ উচ্ছ্বসিত রোনালদিনহোও। তিনি বলেন, ‘বার্সেলোনা আমার জীবনের অংশ। আমি কখনোই ক্লাবের বাইরে ছিলাম না। আমার ছেলে বার্সায় আসায় এখন এখানে আগের চেয়ে বেশি আসা হবে।’

রোনালদিনহোর ছেলে-১

মাত্র পাঁচ বছর বার্সেলোনায় খেলে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরেন রোনালদিনহো। পারফরম্যান্সের মাধ্যমে বাবার দেখানো পথে ছেলে হাঁটতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

‘পানি খাও, আর গোল দিও না’- শামসুন্নাহারকে অনুরোধ ভুটান ফুটবলারদের