ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের কোরআন ক্লাসে বাধার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ও তোলপাড় তৈরি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াত নেতা কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। তারা আশপাশের কয়েকজন নারীকে কোরআন ক্লাসে যোগ দিতে ডেকে আনে।
স্থানীয় যুবদল নেতা নুর আলম জিকু, এনাম ও ইকবাল অভিযোগ করেন, উক্ত ক্লাসে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হয়েছে।
অন্যদিকে মহিলা জামায়াতের নেতৃবৃন্দ দাবি করেছেন, তারা শুধুমাত্র নিয়মিত কোরআন ক্লাস পরিচালনা করছিলেন এবং সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না।
ঘটনার পরে স্থানীয় পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর নবী উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছেন।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদল সভাপতি খুরশিদ আলম ভূঞা বলেন, “কোরআন ক্লাসের নামে আচরণবিধি লঙ্ঘন করে ভোট প্রচারণার চেষ্টা করা হয়েছিল।”
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধান করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


