বিনোদন ডেস্ক : সোনাক্ষীর হবু শ্বশুরের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেননি বলিউড অভিনেতা ভাইজানখ্যাত সালমান খান। এ কথা তিনি নিজেই বলেছেন।
সোনাক্ষী সিনহা বিয়ে করতে চলেছেন। অভিনেতা জ়াহির ইকবাল রতনসির সঙ্গে ৭ বছরের সম্পর্কে রয়েছেন তিনি। সোনাক্ষীর হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, জ়াহিরের সঙ্গে তার প্রেম এবং বলিউডে অভিনেত্রীর অভিষেক— এর সব কিছুর পেছনে অবদান রয়েছে সালমান খানের।
২০১০ সালে সালমান খানের ছবি ‘দাবাং’ দিয়েই সোনাক্ষীর অভিনয় শুরু। আর শুধু সোনাক্ষীই নয়, জ়াহিরকেও বলিউডে প্রথম সুযোগ করে দেন সালমান খানই। বোঝাই যাচ্ছে— সোনাক্ষী আর জ়াহিরের সঙ্গে ভালো সম্পর্ক এ অভিনেতার।
এদিকে জ়াহিরের বাবার কাছ থেকে ধারদেনা করে বসে রয়েছেন ‘ভাইজান’। সালমান খানের সঙ্গে জ়াহির ইকবালের বাবার ঘনিষ্ঠ সম্পর্ক । সালমানের ছাত্রজীবনের বন্ধু জ়াহিরের বাবা। যখন জ়াহিরকে নিজের প্রযোজিত ছবিতে হিরো হিসাবে নেন, সেই সময় জ়াহিরের বাবার থেকে টাকা ধার নেন সালমান। আর সেই দেনা থেকে মুক্ত হওয়ার বিশেষ ইচ্ছেও নাকি নেই তার। বিষয়টি সালমান নিজেই জানিয়েছেন।
২০১৪ সালে সোহেল খানের সঙ্গে সহপরিচালক হিসাবে কাজ করতেন জ়াহির ইকবাল। আর তার পর ২০১৯ সালে সালমান খানের প্রযোজনা সংস্থার ছবি ‘নোটবুক’-এ জ়াহিরের প্রথম অভিনয়।
‘নোটবুক’ ছবিটি মুক্তির সময় সালমান বলেন, ‘ইকবাল রতনসি আমার ছোটবেলার বন্ধু। সেই সময় ও ছিল আমার ‘ব্যাংক’। এখনো দুই হাজার ১১ টাকা পায় আমার কাছ থেকে। বেঁচে গেছি যে সুদে-আসলে টাকাটা ফেরত চায়নি। যাক, ওর ছেলেকে হিরো তো করেছি!’
উল্লেখ্য, সোনাক্ষীর হবু স্বামী জ়াহির ইকবালের বাবা ইকবাল রতনসি পেশায় একজন গহনা ব্যবসায়ী। সালমানের সঙ্গে রয়েছে তার বিশেষ ঘনিষ্ঠতা। জ়াহির ইকবালের বোন একজন সেলিব্রিটি স্টাইলিস্ট আর ভাই পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।