বিনোদন ডেস্ক: তিনি একাধারে একজন অভিনেত্রী, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন আর শখের মধ্যে চমৎকার ভারসাম্য রাখায় তার জুড়ি নেই।
অভিনয়ের বাইরে যখনই সময় পান তখন রংতুলির আঁচড়ে রাঙিয়ে তুলেন ক্যানভাস। বলছি, দাবাং সিনেমার নায়িকা সোনাক্ষী সিনহার কথা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সম্প্রতি রাজধানী মুম্বাইয়ে সোনাক্ষীর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পেইন্টিংয়ের প্রতি তার ভালো লাগা ছিল অনেক আগে থেকেই। এমনকি লকডাউনের অফুরন্ত সময়ের সদ্ব্যবহার করেছেন ছবি এঁকেই। আর এর মাধ্যমে মানসিক প্রশান্তি কাজ করে বলে স্বীকার করেছেন সোনাক্ষী নিজেই। তার মতে, ছবি আঁকা এমন এক নেশা যা থেরাপির মতো কার্যকর।
তবে সোনাক্ষীর এই চিত্রকর্ম প্রদর্শনী নিছক প্রদর্শনীই নয়। এর পেছনে একটি উদ্দেশ্যও রয়েছে। মূলত উদীয়মান শিল্পীদের উদ্বুদ্ধ করতেই তার এই আয়োজন। মহামারি চলাকালীন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শিল্পীগোষ্ঠীই। আর সেই কঠিন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
শুধু সোনাক্ষী নয়, সঙ্গে রয়েছেন তার ভাই লুভ এবং কুশ সিনহাও। সম্প্রতি তারা ভাইবোন মিলে এমন একটি নতুন শিল্প উদ্যোগ নিয়েছেন যার মাধ্যমে উদীয়মান শিল্পীরা সহজেই তাদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি মানুষের কাছে তাদের শিল্পকর্ম তুলে ধরতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।