বিনোদন ডেস্ক : দু’জনকে দেখা যাচ্ছে একসঙ্গে। নানা জায়গায় ঘুরছেন। ইনস্টাগ্রামে দেখাও যাচ্ছে সেসব ছবি। মায়ানগরীর হাওয়ায় ভাসছে খবর— প্রেম করছেন সোনাক্ষী সিং এবং জাহির ইকবাল। আর সে প্রেমের দূত নাকি আর কেউ নন, স্বয়ং বলিউডের ‘ভাইজান’, সালমান খান!
সদ্য জাহিরের জন্মদিনে দুটি ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন-কন্যা। ক্যাপশনে লেখা, “এই গ্রহের সবচেয়ে বিরক্তিকর, অথচ সবচেয়ে দারুণ মানুষ!”
তবে কি সত্যিই তার কাছের মানুষ হয়ে উঠেছেন জাহির? কী বলছেন ‘নোটবুক’-এর নায়ক?
জাহির অবশ্য সব রটনাই হেসে উড়িয়ে দিয়েছেন নিমেষে। তার সোজা কথা, “আমাদের প্রেমের গুজব তো কবে থেকেই শুনছি! লোকে যা ভাবে ভাবুক, কিছু যায় আসে না আর। এসবে গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছি।”
ইন্ডাস্ট্রিতে তার গুরু সালমান খান। তিনিই নাকি সোনাক্ষীর সঙ্গে তাকে বেঁধে দিয়েছেন প্রেমের সুতোয়? জাহিরের সোজা জবাব, “উনি নিজেই বলেছেন, লোকে এমন অনেক কিছু বলবে, যা সত্য নয়। তাতে গুরুত্ব দিতে নেই। সেই পরামর্শ মেনেই চলছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।