বিনোদন ডেস্ক : জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতোমধ্যে এই জুটির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর ধর্ম পরিবর্তন নিয়ে তৈরি হয় বিতর্ক। কারণ, সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও স্বামী মুসলিম। তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে নয়, আইনিভাবে বিয়ে করেছেন সোনাক্ষী-জাহির।
জানা গেছে, বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছিলেন এই নবদম্পতি। জাহির ইকবালের বাড়ি থেকে সেই পোশাক পাঠানো হয় সোনাক্ষীর কাছে। অন্যদিকে জাহিরও পরেছিলেন সাদা পাঞ্জাবি ও পাজামা।
মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সোনাক্ষী-জাহিরের বিয়ের ছবি। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও বলিউডের তারকারা।
এদিন রাত ৮টা থেকে শুরু হয় সোনাক্ষী-জাহিরের রিসেপশনের অনুষ্ঠান। অতিথিদের জন্য ছিল বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, অতিথিরা যেন লাল ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরে আসেন।
কারণ, রিসেপশনের অনুষ্ঠানে সোনাক্ষী পরেছিলেন লাল রঙের কাতান শাড়ি। জাহিরেরে পরনে ছিল অফ হোয়াইট রঙের কুর্তা সেট। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় পোজ দিয়েছেন নতুন এই তারকা দম্পতি। সোনাক্ষীর মুখের হাসি দেখে অনুমান করাই যায়, নতুন জীবন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।