Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শরিয়াহ নীতি ভেঙে সুদে ঋণ সোনালী ব্যাংকের
    Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা

    শরিয়াহ নীতি ভেঙে সুদে ঋণ সোনালী ব্যাংকের

    Tarek HasanAugust 18, 20243 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জনপ্রিয়তা দেখে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও প্রায় দেড় দশক আগে ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করে। কিন্তু শরিয়াহ উইন্ডোর মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে শরিয়াহ নীতিমালা মানছে না ব্যাংকটি। শরিয়াহ ব্যাংকিংয়ের নামে মূলত নির্ধারিত হারে সুদের ব্যবসা করছে ব্যাংকটি। এ নিয়ে সতর্ক করে ব্যাংকটিকে একাধিকবার চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সোনালী ব্যাংক এসবের তোয়াক্কা করছে না।

    সোনালী ব্যাংক

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংক সম্প্রতি ৯০ দিনের জন্য ৩৭ কোটি টাকা ঋণ দেয় বেসরকারি গ্লোবাল ইসলামী ব্যাংককে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে পরিচালনা পরিষদের ৮৬০ তম সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। শরিয়াহ উইন্ডো থেকে দেওয়া এই ঋণের সুদ ধরা হয়েছে ১২ শতাংশ। যদিও শরিয়াহ্ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী বিনিয়োগে সুদের হার বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। একটি ব্যাংকের শরিয়াহ উইন্ডো থেকে নির্দিষ্ট সুদহারে অপর একটি
    ব্যাংকে বিনিয়োগ শরিয়াহসম্মত নয় বলে আপত্তি তোলে খোদ কেন্দ্রীয় ব্যাংক।

    সেই সঙ্গে কোনো ব্যাংক যেন ইসলামিক ব্যাংকিং নীতিমালা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অফ-সাইট সুপারভিশন বিভাগকে লিখিত নির্দেশনাও দেয় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। এরপর অফ-সাইট সুপারভিশন বিভাগ সোনালী ব্যাংককে বারবার সতর্ক করে।

    বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় শুধু সোনালী ব্যাংক কেন, অনেক ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানত না। এ নিয়ে অনেক চিঠি দেওয়া হয়েছে, কিন্তু জবাব মিলত না। সেই ধারাবাহিকতায় সোনালী ব্যাংকও চিঠির জবাব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না। এ নিয়ে কথা বললে গভর্নর রউফ তালুকদার কখনো কখনো কর্মকর্তাদের শাসিয়ে বলতেন যে ‘দেশের কোথাও শরিয়াহ নেই। রাখেন এসব নীতিমালা। সরকারের ওপর থেকে যা চায়, তাই করেন।’

    সোনালী ব্যাংকের এই বিনিয়োগ বিষয়ে জানতে চাইলে শরিয়াহ বিশেষজ্ঞ হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ আল হুসাইন বলেন, ‘কোরআনে সুদ নিষিদ্ধ। এ বিষয়ে কোনো গোঁজামিল দেওয়া চলবে না। আর সোনালী ব্যাংক যেটা করেছে তা শতভাগ সুদ। ইসলামিক শরিয়াহর পুরোপুরি লঙ্ঘন।’

    কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত ঋণের সর্বোচ্চ সুদসীমা ছিল ৯ শতাংশ। তখন সোনালী ব্যাংক শরিয়াহভিত্তিক ইসলামিক শাখা থেকে বিনিয়োগের কথা বলে ১২ শতাংশ হারে এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ধার দিয়েছিল তখন। ইসলামী ব্যাংকের অনুকূলে ফান্ড প্লেসমেন্ট খাতে ২০০ কোটি টাকা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনুকূলে ৭৫ কোটি টাকা বিনিয়োগের এই অনুমোদন দেয় জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এই ঋণের মেয়াদ ছিল ৯০ দিন। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে আপত্তি তুললেও কোনো জবাব দেয়নি সোনালী ব্যাংক।

    এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম বলেন, ‘আমাদের বিনিয়োগ তো ইসলামিক ব্যাংকে করা হয়েছে। তা আবার শরিয়াহ উইন্ডো থেকে করা। এখানে ১২ শতাংশ হারে নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি নিয়ে ঝামেলা থাকতে পারে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি থাকার কথা নয়।’

    এভাবে কত টাকা বিনিয়োগ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের ইসলামিক শাখা এবং উইন্ডোতে যাঁরা কাজ করেন তাঁরা ভালো জানাতে পারবেন।’

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ব্যাংকিং নীতিমালা অনুযায়ী সব ব্যাংক পরিচালিত হয়। সোনালী ব্যাংকের জন্য পৃথক কোনো নিয়ম নেই। অনিয়ম দেখার জন্য নিয়মিত পরিদর্শন করে কেন্দ্রীয় ব্যাংক।

    অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

    উল্লেখ্য, সোনালী ব্যাংক ২০১০ সালের ২৯ জুন ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শরিয়াহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সোনালী ব্যাংক বর্তমানে মুদারাবা এবং আল ওয়াদিয়াহসহ ৮ ধরনের ইসলামিক ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির ইসলামিক উইন্ডোতে চলতি বছরের জন্য জুন পর্যন্ত গ্রাহক ছিলেন ৬ হাজার ৪২৫ জন। এসব হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪৯১ কোটি টাকা।
    সূত্র : আজকের পত্রিকা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    bangladesh, breaking news অর্থনীতি-ব্যবসা ঋণ নীতি ব্যাংকের ভেঙে শরিয়াহ সুদে সোনালী সোনালী ব্যাংক
    Related Posts
    The World Bank is an international financial

    বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় : বিশ্বব্যাংক

    July 13, 2025
    bank-sector

    দুই মাসে ব্যাংক শেয়ার লেনদেনে রেকর্ড!

    July 13, 2025
    Dollar-Taka

    ডলারের বিপরীতে বেড়েছে টাকার মান

    July 13, 2025
    সর্বশেষ খবর
    আইফোন

    বাজারে আসছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেডের আইফোন!

    প্রীতি

    আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিনতা!

    চেলসি

    পিএসজিকে মাটিতে নামিয়ে ৩-০ গোলে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

    গ্রহ গঠনের সময়কাল

    সৌরজগতে গ্রহ গঠনের সময়কাল নিয়ে দীর্ঘদিনের ধারণা বদলে দিচ্ছে এক উল্কাপিণ্ড

    ছোটা ভাইজান

    দুবাই বিমানবন্দরে চুরির অভিযোগে আটক বিগ বসের ‘ছোটা ভাইজান’

    দরিদ্র ব্যক্তি

    ঘাড়ে ৭.২ বিলিয়ন ডলারের দেনা নিয়ে কাটছে জীবন, চিনে নিন বিশ্বের সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে

    জিপিএ-৫

    এসএসসি ও সমমান পরীক্ষায় কোন বোর্ডে জিপিএ-৫ কত?

    gaibandha

    ২০ শিক্ষার্থীর জন্য ২৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউই

    Khulna

    পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শক অপহরণ, সাড়ে ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার

    Printing

    মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.