Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সোনালি ধানে নাচছে সবুজ টিয়া
    চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

    সোনালি ধানে নাচছে সবুজ টিয়া

    January 4, 20233 Mins Read

    জুমবাংলা ডেস্ক : ’টিয়ে পাখির বিয়ে হবে/বৈরাত হবে বক/ময়না হুতোম পেঁচা চড়ূই/গান গাহিবে রক’। ‘টিয়ে পাখির বিয়ে’ নামে ছড়াটি লিখেছেন অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। তাঁর এই ছড়ায় আছে টিয়া পাখির উচ্ছলতার বহিঃপ্রকাশ। টিয়া পাখির এমন চঞ্চলতা দেখা গেছে চট্টগ্রামের সবচেয়ে বড় শস্যভান্ডার গুমাই বিলে। প্রতিবছর এমন দিনে ঝাঁকে ঝাঁকে টিয়া আসে চার হাজার একরের বিশাল এই বিলে। মনের সুখে পাকা ধান খেতে তারা আসে গান গাইতে গাইতে। সখাকে নিয়ে মাতে খুনসুটিতে। টিয়ার এমন ঝাঁক কৃষকের ক্ষতি করলেও তাঁরা মনের আনন্দেই বরণ করে নেয় অতিথিকে।

    টিয়া

    রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, ‘সাধারণত হালকা শীতে ধান কাটার সময় গুমাই বিলে আসে পরিযায়ী এই পাখির দল। এসব পাখি বিলে থাকা নানা জাতের পোকা ও উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। উত্তরের দেশ হিমালয়, নেপাল, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়ান এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসে পরিযায়ী এসব পাখি।’ অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ে আসতে শুরু করে ওরা। মাস তিনেক আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে চলে যায় ফেব্রুয়ারির শেষে।’

    পাখি বিশেষজ্ঞরা জানান, দেশে আছে ৩১৬ প্রজাতির পরিযায়ী পাখি। এর মধ্যে বেশিরভাগ পাখি আসে শীত মৌসুমে। হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা এমন পরিযায়ী পাখির মধ্যে ঈগল, পিয়াং হাঁস, গাঙচিল, নীলশির, লালশির, কালো হাঁস, লেঞ্জা হাঁস, খুদে গাঙচিল, কুন্তিহাঁস, জিরিয়া, চখাচখি পাখি, বালিহাঁস, বড় সরালি, কালিবক, জলময়ূর, ডুবুরি, কাদাখোঁচা বা চ্যাগা, জালের কাদাখোঁচা, ছোট জিরিয়া, বাটান, পিন্টেল, পাতি সরালি, কোপাডুবুরি, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, কালো কুট, হাঁস, রাজহাঁস, সাদা বক, দলপিপি, পানমুরগি, কাস্তেচড়া, বেগুনি কালেম, পানকৌড়ি, ভুতিহাঁস, ধুল কালেম, ডাহুক, ছোট সরালি, খঞ্জনা, চটক, মাঠ চড়াই, কসাই পাখি, গঙ্গা কবুতর, রাজ সরালি ইত্যাদি উল্লেখযোগ্য। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. গাজী আসমত আলী বলেন, ‘গুমাই বিলে যে পাখি বিচরণ করছে, সেগুলো পরিযায়ী পাখি বলে আমার মনে হচ্ছে না। এগুলো দেশি পাখি হতে পারে। এ ধরনের পাখির ঝাঁক কোনো জমিতে পড়লে, তা ফসলের ক্ষতি করে। তবু এসব পাখির ক্ষতি করা উচিত নয়। বাঁচার জন্য অনেক কীটপতঙ্গও খায় পাখিরা। এ ছাড়া প্রাণবৈচিত্র্যের জন্যও পাখির অবাধ বিচরণ দরকার আছে।’

    শুধু গুমাই বিল নয়; টিয়া পাখির এমন ঝাঁক কিচিরমিচির করছে পাশের জুটমিল বিল, নলুয়া বিল, পদুয়া বিল, উত্তর রাঙ্গুনিয়ার হোছনাবাদ বিল, দক্ষিণ রাঙ্গুনিয়ার বিলেও। ধান খেতের ওপর পাখিদের এমন ওড়াউড়িতে তৈরি হয়েছে অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট। তবে স্থানীয় কিছু কৃষক পাখিদের এভাবে ধান খাওয়াতে বিরক্তও। পাখিদের মেনে নিলেও এটি নিয়ে তাঁদের মনে আছে নানা রকম ক্ষোভ।

    পদুয়া বিলের কৃষক আবদুর রহমানের জমি আছে গুমাই বিলেও। তিনি বলেন, ‘এক ঝাঁকে প্রায় ১০ থেকে ১২ হাজার পাখি থাকে। একসঙ্গে খাবারের জন্য বিলে নামে তারা। আবার খাবার শেষে উড়তেও থাকে একসঙ্গে। আমরা এদের শিকার করি না। তবে আমাদের উৎপাদিত ফসলের ক্ষতি করছে এরা।’ তাঁর এ কথার সঙ্গে সুর মিলিয়ে গুমাই বিলের আরেক কৃষক হুমায়ুন কবির বলেন, ‘পাখিরা আমাদের ক্ষতি করছে। তবু আমার মনে দুঃখ নেই। পাখিদের খাবার দেওয়ার দায়িত্ব তো আমাদের।’

    মারধরের অভিযোগ, শাশুড়িকে জড়িয়ে যা বললেন পরীমনি

    এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ইব্রাহিম আল হায়দার বলেন, ‘পরিযায়ী পাখি মূলত বন ও চরের পাখি। এগুলো ফসলের ক্ষতি করে না। যেসব পাখি ফসলের ক্ষতি করে এগুলো দেশীয় পাখি। এগুলোর মধ্যে রয়েছে টিয়া, চড়ূই, বাবুই ও ঘুঘু জাতীয় পাখি। ফসলের ক্ষতি হলে কৃষকরা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হবেন। তাই একদিকে পাখির সুরক্ষা, অন্যদিকে কৃষকদের ক্ষতিপূরণ- দুটি বিষয় নিয়েই ভাবতে হবে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    চট্টগ্রাম টিয়া, ধানে নাচছে বিভাগীয় সংবাদ সবুজ টিয়া সবুজ? সোনালি
    Related Posts
    কুয়েটে শিক্ষক লাঞ্ছনার

    কুয়েটে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জনে অনড় শিক্ষকরা

    May 7, 2025
    মেহেরপুরে ট্রাকে

    মেহেরপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

    May 7, 2025
    গ্রেনেড বাবু

    খুলনায় গ্রেনেড বাবুর সামরিক শাখা প্রধান কালা তুহিনসহ গ্রেফতার ৩, গোলাবারুদ উদ্ধার

    May 7, 2025
    সর্বশেষ সংবাদ
    Redmi Note 12 Ultra বাংলাদেশে ও ভারতে দাম
    Redmi Note 12 Ultra বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    baby-1
    শিশুর আঙুল চোষার অভ্যাস দূর করবেন যেভাবে
    বয়স
    ৫টি নিয়ম মেনে লুকিয়ে রাখুন আপনার বয়স
    Peshawar Web Series
    Peshawar Web Series: বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে রুদ্ধশ্বাস থ্রিলার
    Meizu 21 Pro বাংলাদেশে ও ভারতে দাম
    Meizu 21 Pro বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    Raid 2 movie
    Raid 2 Box Office Collection Day 7: Ajay Devgn’s Thriller Inches Towards ₹90 Cr Milestone
    Samsung Galaxy Z Flip 5 বাংলাদেশে ও ভারতে দাম
    Samsung Galaxy Z Flip 5 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
    Smart Watch
    এক স্মার্টফোনে ৫ সমাধান : স্মার্টওয়াচেই মিলবে সহজ সমাধান
    realme gt 10000 mah battery phone
    Realme GT Concept Phone Stuns With 10,000mAh Battery and 320W Fast Charging
    Ananya Panday
    সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.