বিনোদন ডেস্ক : বলিউডের ফ্যাশন আইকনিস্ট অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজাদের দিল্লির বাড়ি থেকে মোটা অংকের টাকা এবং গয়না চুরি হয় দুই মাস আগে। এতদিন তদন্তের পর দিল্লি পুলিশের দাবি, এই চুরির নেপথ্যে রয়েছে এক নার্স!
পুলিশ আরও জানিয়েছে, নয়াদিল্লিতে সোনমদের বাড়িতে কর্মরত সেই নার্স মোট দুই কোটি ৪০ লাখ টাকা হাতিয়েছে। পাশাপাশি, চুরি করেছে বহুমূল্যের অলংকারও।
দিল্লির একটি সংবাদমাধ্যমকে দেওয়া পুলিশের তথ্য অনুযায়ী, অমৃতা শেরগিল মার্গের বাড়িতে সোনমের শাশুড়ির দেখভাল করতেন অপর্ণা রুথ উইলসন নামে ওই নার্স। উইলসনের স্বামী নরেশ কুমার সাগর একটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক।
বিশেষ সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং নতুন দিল্লির বিশেষ কর্মী শাখার একটি দল গত মঙ্গলবার রাতে সরিতা বিহারে অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চুরির সঙ্গে জড়িত সন্দেভাজন নার্স অপর্ণা রুথ উইলসন ও তার স্বামীকে। তবে চুরি যাওয়া নগদ অর্থ এবং অলংকারের সন্ধান এখনও মেলেনি।
গত ১১ ফেব্রুয়ারি চুরির ঘটনা ঘটে সোনম কাপুরের শ্বশুরবাড়িতে। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরই পুলিশ একটি মামলা দায়ের করে।
সোনমদের ওই বাড়িতে ম্যানেজারসহ ২০ জন কর্মচারী কাজ করেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।