অনিল-কন‍্যা সোনম কাপুরের সদ্যোজাত বাচ্চার নাম ফাঁস

অনিল-কন‍্যা সোনম কাপুরের

বিনোদন ডেস্ক : কাপুর সহ গোটা বলিউডেই খুশির জোয়ার। নতুন স্টারকিডের আমদানি হয়েছে ইন্ডাস্ট্রিতে। মা হয়েছেন সোনম কাপুর (Sonam Kapoor)। গত ২০ অগাস্ট ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি ছেলে কোলে মুম্বইয়েও ফিরে এসেছেন সোনম। সঙ্গে স্বামী আনন্দ আহুজা।

অনিল-কন‍্যা সোনম কাপুরের

বাড়ির গোরগোড়ায় সন্তান কোলে সোনমকে বরণ করে ঘরে তোলা হয়। পাপারাৎজির দৌলতে অনিল কাপুরের বাড়ির সামনে সোনম ও আনন্দের ছবি ভাইরাল হয়েছে। এক ঝলক দেখা গিয়েছে নবজাতককেও। দাদু হওয়ার আনন্দে উচ্ছ্বসিত অনিল কাপুর নিজে হাতে মিষ্টি বিলিয়েছেন পাপারাৎজিকে।

এর মধ‍্যেই ফাঁস হয়েছে সদ‍্যোজাতর নাম। সাধারণত অভিনেতা অভিনেত্রীরা সহজে সদ‍্যোজাত সন্তানের মুখ দেখাতে চান না, নামও প্রকাশ‍্যে আনতে চান না। কিন্তু সোনম চলেন অন‍্য ধারায়। কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। পুঁচকে ছেলের জন‍্য বিশেষ অর্ডার দিয়ে বানানো জামাকাপড় এবং নরম কম্বলের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সেগুলোর উপরেই লেখা রয়েছে সোনমের সদ‍্যোজাত ছেলের নাম।

সেখানে লেখা, ‘বেবি কে আহুজা’। অনেকে মনে করছেন, সম্ভবত ছেলের নাম ‘K’ দিয়ে রেখেছেন সোনম আনন্দ। আবার অনেকের বক্তব‍্য, কে অর্থে এখানে কাপুর বোঝানো হয়েছে। সদ‍্যোজাতর নাম হয়তো এখনো ঠিক করে উঠতে পারেননি তারকা দম্পতি বা এত তাড়াতাড়ি ফাঁস করতে চাইছেন না।

এক জনপ্রিয় ম‍্যাগাজিনের হয়ে প্রেগনেন্সি ফটোশুট করেছিলেন সোনম। তিনি মা হওয়ার পরপরই সেইসব ছবি প্রকাশ‍্যে আনা হয়। নগ্ন শরীরে বোতাম খোলা একটি শার্ট পরে পোজ দিয়েছেন সোনম। হাত দিয়ে আগলে রেখেছন বেবি বাম্প। ওই ম‍্যাগাজিনেই সোনমের একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকারের ছোট অংশ তুলে দেওয়া হয়েছে।

সন্তানধারণ এবং মা হওয়ার বিষয়ে তাঁর বক্তব‍্য, মা হওয়ার পর প্রাধান‍্য বদলে যায়। শিশুরা স্বেচ্ছায় এ জগতে আসে না। মানুষ সিদ্ধান্ত নেয় তাদের আনার। তাই সোনমের মতে, মা হওয়া স্বার্থপরতার পরিচয় দেয়।

গর্ভবতী হয়েও ঋতুস্রাব বন্ধ হয়নি দেবিনার

২০ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন সোনম। সোশ‍্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তিনি লিখেছেন, ‘আমরা নত মস্তক আর হৃদয় দিয়ে স্বাগত জানিয়েছি আমাদের সুন্দর পুত্রসন্তানকে। সমস্ত চিকিৎসক, সেবিকা, বন্ধু এবং পরিবারের সদস‍্যদের ধন‍্যবাদ জানাই যারা এই সফরে আমাদের পাশে ছিলেন। সবে শুরু হয়েছে ঠিকই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের জীবন চিরতরে বদলে গিয়েছে।’