বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসা থেকে নগদ অর্থসহ সাড়ে ৩ কোটি রুপির স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় দিল্লি পুলিশ শাখা দেব ভার্মা নামে এক স্বর্ণকারকেও গ্রেফতার করেছে যিনি চুরি করা গয়না কিনেছিলেন।
চুরি হওয়া সেই গয়না উদ্ধার করা হয়েছে এক স্বর্ণকারের কাছ থেকে।
এ বিষয়ে আরো জানা যায়, গ্রেফতার হওয়া ওই স্বর্ণকারের নাম দেব ভার্মা। তার কাছ থেকে পুলিশ ১০০ হিরে, ৬টি স্বর্ণের চেইন, হিরের চুড়ি ও ব্রেসলেট, ২টি টপ, ১টি ব্রাশ কয়েনসহ প্রায় ১ কোটি টাকার গয়না উদ্ধার করেছে।
আর এরপরই জানা যায়, গয়নাগুলি চুরি করেছেন সোনমের বাড়িতে কর্মরত একজন নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর।খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, দিল্লির ওই বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বসবাস করেন সোনম কাপুর। বিলাসবহুল ওই বাড়িতে তার ২৫ জন কর্মচারী রয়েছে।
এদের মধ্যে ৯ জন আছেন কেয়ারটেকার, মালি ও গাড়ি চালক। গত ফেব্রুয়ারিতে বাড়িতে ওই চুরির ঘটনা ঘটলেও ৮ এপ্রিল এ ব্যাপারে কথা বলেন তিনি।
এদিকে হিন্দুস্তান টাইমস জানায়, স্বর্ণকার যে গয়নাগুলি কিনেছিলেন তা সোনমের শাশুড়ির। ওই বাড়িতে কর্মরত নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর ১১ মাসের ব্যবধানে ওই বাড়ি থেকে ২.৪৫ কোটি টাকার গয়না এবং নগদ অর্থ চুরি করে।
এর আগে পুলিশ সোনমের বাড়ি থেকে দুই কর্মী অপর্ণা রুথ উইলসন ও তার স্বামী নরেশ কুমারকে গ্রেফতার করে। তারা নগদ টাকা ও গয়না চুরির কথা স্বীকার করেছিলেন। চুরির টাকায় একটি গাড়ি কেনার কথাও স্বীকার করেন তারা।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সোনম-আনন্দের দিল্লির এই বাড়িতে চুরি হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি দিল্লির তুঘলক রোড থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সোনমের শাশুড়ি প্রিয়া অহুজা। এরপরেই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
গয়না বিক্রির টাকা নিজেদের বাবা মায়ের চিকিৎসার খরচ মেটায়। এছাড়া একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।