জুমবাংলা ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সার্কুলার জারি করেছে। নতুননির্দেশনা অনুযায়ি, ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা না তুললে তা তামাদি হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ওই সার্কুলারে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন না করলে সরকারের দায় তামাদি হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এই জারি করা সার্কুলারে আরও বলা হয়, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের ক্ষেত্রে এই আইনের অধীন সরকার কর্তৃক গঠিত বা নিযুক্ত কোনো ট্রাস্ট ব্যতীত সরকার অন্য কোনো ট্রাস্টের কোনো প্রকার নোটিশ গ্রহণ করতে বাধ্য থাকবে না বা এরূপ কোনো নোটিশ দ্বারা সরকারকে কোনো কার্যক্রম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এ ছাড়া এই ধরনের বিষয়ে সরকারকে ট্রাস্টি হিসেবে গণ্য করা যাবে না।
দুর্দান্ত ফিচারের সঙ্গে সাশ্রয়ী মূল্যে লঞ্চ হলো স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন
সার্কুলারে বলা হয়, সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের সুদ বা মুনাফা বাবদ পাওনা অর্থ যে তারিখে পাওনা হয়েছে, ওই তারিখ থেকে ৬ বছরের মধ্যে তা উত্তোলন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।