বিনোদন ডেস্ক : সঞ্চয়পত্রে নতুন নিয়মে বিনিয়োগ বলতে মুনাফার হার কমে গেছে। টিআই সার্টিফিকেট ২ লাখ টাকা বিনিয়োগের ঊর্ধ্বের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে।
আপনি যদি বড় বিনিয়োগকারী হন পুরো অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ না করাই ভালো। বর্তমানে সঞ্চয়পত্র আপনি ব্যাংক হতেই কিনতে পারেন দেশের যে কোন ব্যাংক হতে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। তাছাড়া ডাকঘর হতে সঞ্চয়পত্র কিনলেও এক লাখ টাকার মূল্যের বেশি দিয়ে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান তবে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দিয়ে চেকে সঞ্চয়পত্রমূল্য পরিশোধ করতে হবে।
মুনাফার হার যেহেতু নিম্নগামী তাই ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ কোনভাবেই করা ঠিক নয়। বিনিয়োগ আপনি বিভিন্ন এসেটে করতে পারবেন। তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক শূন্য চার শতাংশ। সেটি এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৩০ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ৯ শতাংশ হারে।
নতুন নিয়ম বলতে আপনার বিনিয়োগকৃত অর্থের উপর স্ল্যাবভিত্তিক মুনাফা বসবে। মুনাফার হার কমানো হয়েছে তবে সর্বনিম্ন ১৫ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা একই রাখা হয়েছে। টিন সার্টিফিকেট পূর্বে এক লাখ টাকার উপরে ক্রয় করলেই দিতে হত এখন ২ লাখ টাকা পর্যন্ত টিআইএন সার্টিফিকেট লাগে না। ডাকঘর হতে ক্রয়কালে এক লাখ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয়ে নগদ অর্থে কেনা যাবে না। এক লাখ টাকার উপরে কিনলেই অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা করে চেকের মাধ্যমে ক্রয় করতে হবে।
সঞ্চয়পত্র প্রজ্ঞাপন
এই আদেশ জারির পূর্বে ক্রয়কৃত সঞ্চয় স্কিম ক্রয়কালীন হারে মুনাফা প্রাপ্য হইবে এবং যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত উক্ত হারে মুনাফা প্রাপ্য হইবে। তবে, পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে।
পরিবার সঞ্চয়পত্র
পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। এখন এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।