সন্ধ্যা নামলেই মশারা কানের কাছে এসে ঘুরপাক খায় কেন

মশা

লাইফস্টাইল ডেস্ক : গরমকাল হোক কিংবা শীতকাল, মশার উপদ্রবের হাত থেকে নিস্তার নেই। বিকেল হতে না হতেই মশা ঢুকে পড়ছে ঘরে। সঙ্গে নিয়ে আসছে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আরও নানা অসুখ। বিশেষজ্ঞরা বলছেন, মশার এমন উপদ্রব স্থান, কাল, পাত্র নির্বিশেষে সব জায়গাতেই দেখা যায়। কিন্তু কখনো ভেবেছেন কি মশা আমাদের কানের কাছেই কেন বেশি ঘুরপাক খায়?

মশা

বিজ্ঞানের ব্যাখ্যায় অবশ্য এর কারণ খুঁজে পাওয়া গেছে। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস এই কয়েক প্রজাতির মশা থাকলেও সাধারণত কামড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা। তবে পুরুষ কিংবা নারী উভয় মশাকেই মানুষের কানের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়, বিশেষ করে সন্ধ্যেবেলায়।

এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে, মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রতি আকৃষ্ট হয়ে মশা কানের কাছে বেশি ঘোরাফেরা করে। এ কার্বন ডাই অক্সাইডের মাধ্যমেই মশা বুঝতে পারে ঘরে প্রাণীর সংখ্যা কেমন হতে পারে। শরীরের অন্য অংশ থেকে কানের কাছে মশা বেশি ঘুরপাক খায়, এর কারণ হলো আমাদের শরীর থেকে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় নাকের ঠিক পেছনে অর্থাৎ কানের কাছে।

জীববিজ্ঞানীরা মনে করেন, কানের প্রতি মশার আলাদা কোনও আকর্ষণ নেই। তবে বেশি কার্বন ডাই অক্সাইড অনুভব করার কারণে তাদের সেন্সরের নির্দেশনায় তারা উড়তে উড়তে কানের কাছে চলে আসে। আর তখনই তাদের পাখার আওয়াজ আমরা শুনতে পাই।

কোন বৈধ সম্পর্ক ছাড়াই শাহিদ রাতভর কারিনার সঙ্গে কাটান

মশার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কানের সামনে এসে মশা যে গান শুরু করে, তা কিন্তু মশার গান নয়। এই আওয়াজ মূলত ডানা ঝাপটানোর আওয়াজ। মশারা ৩ সেকেন্ডে ডানা প্রায় ৯০ হাজার বার ঝাপটা দেয়। আর এই একটানা ডানা ঝাপটানোর শব্দকেই আমরা মনে করি মশার অসহনীয় গান।