জুমবাংলা ডেস্ক : আজও দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, ২৬ মে, শুক্রবার দুপুর ৩টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়েছে। ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, কালবৈশাখী ঝড়টি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড়টি বাংলাদেশে প্রবেশ করার আগে কিছুটা শক্তি হারিয়ে মধ্যম শক্তির (বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার) ঝড়ে পরিণত হতে পারে।
মোস্তফা কামাল পলাশ বলেন, আজকের কালবৈশাখী ঝড়টি ঢাকা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা কম। এর পরেও যদি ঝড়টি কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয় তবে রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে শহরের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
তিনি বলেন, আজকের কালবৈশাখী ঝড়ের কারণে মধ্যম মানের বজ্রপাত হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
যেসব বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি:
রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বিকেল ৬টা থেকে রাত ৮টার মধ্যে। খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে। ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রাত ৭টা থেকে রাত ৯টার মধ্যে। বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রাত ৮টা থেকে ১১টার মধ্যে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে।
যেসব বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম:
রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে। সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে রাত ১১টা থেকে রাত ৩টার মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।