স্পোর্টস ডেস্ক : একসময় জাতীয় দলে জায়গা করতে অপারক এই ক্রিকেটার বর্তমানে নিজের খেলার স্টাইল ও ধারাবাহিকতার জেরে হয়ে উঠেছেন আজকের আইপিএল তারকা তথা অধিনায়ক ও ব্যাটসম্যান। চলতি সিজেনের আইপিএলে তার অধিনায়কত্বে রাজস্থান রয়েলস গিয়েছিল ফাইনালে কিন্তু শেষ পর্যন্ত গুজরাটের ডেভিড মিলার ঝড়ে রাজস্থানের শেষ রক্ষা না হলেও সারাম্যাচ জুড়ে সঞ্জু স্যামসন ছিলেন লাইম লাইটে।
দীর্ঘদিন ধরে রাজস্থান রয়েলস টিমে দুর্দান্ত পারফরম্যান্স ডেলিভার করার দরুন তিনি টিমের অন্যতম ম্যাসকট হয়ে উঠেছেন। তবে আপনি কি জানেন প্রফেশনাল লাইফে একজন সফলতম ক্রিকেটার হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত সফল সঞ্জু স্যামসন! তার স্ত্রী চারুলতা সৌন্দর্যের দিক থেকে মাত দিতে পারেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকেউ।
ধর্মীয়ভাবে ভিন্ন মতাদর্শের পারিবারিক অবস্থান থেকে আগত হিন্দু নায়ার চারুলতা এবং খ্রিস্টান সঞ্জুর প্রেমকাহিনী আর পাঁচটা রূপকথার গল্পের থেকে কম নয়। 2014 সালে ইভানিওস কলেজে স্নাতক পর্যায়ের রসায়ন বিভাগের পড়ুয়া চারুলতাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন কলা বিভাগের পড়ুয়া সঞ্জু আর সেই সময় থেকে তিরুবন্তপুরম এর এই দুই তরুন-তরুনী মধ্যে প্রণয়ঘটিত সম্পর্কের সূত্রপাত ঘটে।
অতঃপর ২০১৮ সালের দীর্ঘদিনের ক্লাসমেট, বন্ধু তথা প্রেমিকা চারুলতাকে ৫ বছরের প্রণয়সম্পর্ক শেষে কেরালার কোভালাম শহরে একটি প্রাইভেট সেরেমনির মাধ্যমে বিবাহ করেন সঞ্জু। পরিবার এবং কিছু বিশেষ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল তাদের।
বাস্তবজীবনে সঞ্জু স্যামসন এর সবথেকে বড় সমর্থক তার স্ত্রী চারুলতা অত্যন্ত রূপলাবন্যের অধিকারিণী। রাজস্থান রয়েলসের অন্যতম এই ম্যাসকটের অর্ধাঙ্গিনীকে চলতি সিজেনের আইপিলের প্রতিটি ম্যাচে স্বামীর হয়ে গ্যালারি থেকে গলা ফাটাতে লক্ষ্য করা গিয়েছে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।