সৌন্দর্যের হেমা মালিনিকেও হার মানাবে আশীষ বিদ্যার্থীর স্ত্রী

বিনোদন ডেস্ক : নায়কের পাশাপাশি খলনায়ক বিনা একটি চলচ্চিত্র অসম্পূর্ণ! একটি বড় পর্দার ছায়াছবিকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপ দিতে নায়কের পাশাপাশি দুর্দান্ত খলনায়ক চরিত্রেরও প্রয়োজন হয়। কেননা টানটান উত্তেজনার মাধ্যমে নিজেদের অভিনয় দক্ষতার প্রসার ঘটিয়ে একজন ভিলেনই পারেন দর্শকদের মনোযোগকে ধরে রাখতে। তাই দক্ষিণ ইন্ডাস্ট্রির থেকে বলিউড- সর্বত্রই ভিলেনদের রমরমা।

আশীষ বিদ্যার্থীর স্ত্রী

যেকোন সিনেমাই হিট তৈরি করতে গেলে একজন নায়ক এর পাশাপাশি ভিলেনের চরিত্রের বিশেষ প্রয়োজন হয়ে থাকে। তাই কালের পর কাল ধরে ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে যেসব খলনায়কেরা নিজেদের ভূমিকার জন্য দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আশীষ বিদ্যার্থী। আজ আমরা আমাদের এই প্রতিবেদনে জানবো তাদেরই ব্যক্তিগত জীবনের কিছু খুঁটিনাটি।

কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে এই খলনায়ক নিজের আত্মপ্রকাশ করেন মুভি ইন্ডাস্ট্রিতে। পরবর্তীতে মালায়লাম,তেলেগুসহ একাধিক ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ ছেড়েছেন এই অভিনেতা। বিখ্যাত কত্থকশিল্পী রেভা বিদ্যার্থীর পুত্র হলেন আশীষ বিদ্যার্থী। সাম্প্রতিক সময়ে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে বলিউডের একজন অন্যতম শ্রেষ্ঠ নায়ক হয়ে উঠেছেন আশীষ বিদ্যার্থী।

তবে আপনি কি জানেন জনপ্রিয় এই খলনায়কের বাস্তব জীবনের স্ত্রী রাজসী বিদ্যার্থী কোন নায়িকার থেকে কম নয়! বলিউডের বিখ্যাত অভিনেত্রী শকুন্তলা বারওয়ারের এই মেয়ে নিজের সৌন্দর্য গুনে টেক্কা দিতে পারেন মায়ানগরীর তাবড় তাবড় অভিনেত্রীদের।

৬টি অভ্যাস আপনাকে দরিদ্র করে তুলছে

বাস্তব জীবনে সুখী দাম্পত্যের ফলস্বরূপ তাদের একটি ছেলেও রয়েছে। তাই রিল লাইফে একজন খলনায়ক হলেও রিয়েল লাইফে আশীষ বিদ্যার্থীর অর্ধাঙ্গিনী হলেন একজন অত্যন্ত সুন্দরী নারী!