সৌন্দর্যে লালনের স্ত্রী হার মানাবে যেকোনও অভিনেত্রীকেও

লালনের স্ত্রী

বিনোদন ডেস্ক : স্টার জলসার ধূলোকণা ধারাবাহিকের জমজমাট এপিসোড থেকে এখন কার্যত চোখ ফেরানো যায় না। লালন এবং ফুলঝুরির বিবাহ পর্ব থেকে একের পর এক টুইস্ট আসছে ধারাবাহিকে। প্রথমে ফুলঝুরির বাবা মায়ের পরিচয় জানাজানি হয়। তারপর বিয়ের মন্ডপে আচমকা বউ বদলে চড়ুইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় লালনের। এদিকে বিয়ের পর আবার লালনের জন্য টান অনুভব করতে থাকে ফুলঝুরি!

লালনের স্ত্রী

বিয়ের মন্ডপে লালনের বাবার কথায় প্রভাবিত হয়ে নিজের বদলে বধূবেশে চড়ুইকে পাঠিয়ে দেয় ফুলঝুরি। সকলের অজান্তেই লালন চড়ুইয়ের বিয়ে হয়। পরে সবকিছু জানাজানি হতেই লালন চড়ুইকে স্ত্রী হিসেবে মানতে অস্বীকার করে। তবে চড়ুই নাছোড়বান্দা। অন্যদিকে ফুলঝুরিও লালনের জন্য কেঁদে ভাসাচ্ছে। দুজনের মাঝে পড়েছে লালন। তবে ধারাবাহিকের গল্প বাদে এখন লালন ওরফে অভিনেতা ইন্দ্রাশিষ রায়ের আসল স্ত্রীকে কেন্দ্র করে উত্তাল সোশ্যাল মিডিয়া।

ইন্দ্রাশিষ রায় বিবাহিত। গত বছর জানুয়ারি মাসে সৌরভী তরফদারকে বিয়ে করেছেন তিনি। আইনি বিয়ের মাধ্যমে চার হাত এক হয়েছে তাদের। বর্তমানে তারা টলিউডের সুখী দম্পতি। ইন্দ্রাশিষ রায়ের ম্যারিটাল স্ট্যাটাস অনেকেরই জানা ছিল না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত তার স্ত্রীর খোঁজ পেয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সৌরভী এবং ইন্দ্রাশিষের একাধিক ছবি।

ইন্দ্রাশিষের স্ত্রী সৌরভীর সঙ্গে টলিউডের কোনও যোগাযোগ নেই। তিনি এই ইন্ডাস্ট্রির মানুষ নন। বর্তমানে তিনি রেডিও মির্চিতে কাজ করছেন। অভিনেত্রী না হলেও তার রূপে মুগ্ধ হতে হয়। সৌরভী চাইলেই সিরিয়ালের অভিনেত্রীদের জায়গা ছিনিয়ে নিতে পারেন। বাস্তবে তিনি লালনের অনস্ক্রিন স্ত্রী এবং প্রেমিকা চড়ুই এবং ফুলঝুরির থেকে কোনও অংশে কম নন।

ইনস্টাগ্রামে বরাবর বেশ সক্রিয় থাকেন সৌরভী। মাঝেমধ্যেই একসঙ্গে অনেক ছবি শেয়ার করেন তারা। সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। যার মধ্যে তাদের বিয়ের ছবিও রয়েছে। দেখে নিন এই সুখী দম্পতির ছবিগুলি।