সৌন্দর্যে মাকেও হার মানাবে রবীনা কন‍্যা, তুমুল ভাইরাল ছবি

রবীনা কন‍্যা

বিনোদন ডেস্ক : বলিউডে একাধিক তারকা সন্তান পা রেখেছেন সিনেমায়। এখনো অনেকে বাকিও রয়েছেন। তাঁদের মধ‍্যে একজন রবীনা ট‍্যান্ডনকন‍্যা রাশা ঠাডানি। নব্বই দশকের অন‍্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী ছিলেন রবীনা। এখন ছবির পরিমাণ অনেক কমিয়ে দিলেও সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে আজকের প্রতিবেদন রবীনাকে নিয়ে নয়, তাঁর মেয়ে রাশাকে নিয়ে।

রবীনা কন‍্যা

সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন রবীনা এবং রাশা। গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে আসার পাশাপাশি নিজেরাও সেজেছিলেন। উজ্জ্বল গোলাপী রঙের চুড়িদারে সেজেছিলেন রবীনা। পাশে সুন্দরী রাশাকে দেখা গেল হলুদ রঙা সালোয়ার কামিজে।

মা মেয়ের ছবি ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কারণ রবীনা কন‍্যার সঙ্গে অভিনেত্রী তারা সুতারিয়ার অদ্ভূত মিল! বলিউডে ইতিমধ‍্যেই পা রেখেছেন তারা। ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ দিয়ে তিনি ডেবিউ করেছেন বড়পর্দায়। অভিনয় দিয়ে তেমন ছাপ ফেলতে না পারলেও পরপর বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তারা।

অদ্ভূত ভাবে তাঁর সঙ্গে রাশার মুখাবয়বের আশ্চর্যজনক মিল। রাশার ছবি ভাইরাল হতেই কমেন্ট বক্স ভরে গিয়েছে প্রশংসা সূচক মন্তব‍্যে‌ অনেকের মতে, তারা সুতারিয়ার থেকেও রাশাকে দেখতে বেশি সুন্দর। রবীনার সঙ্গেও মুখের অনেকটাই মিল রয়েছে মেয়ের। পাশাপাশি রাশা যে যথেষ্ট ফ‍্যাশন সচেতন তাও স্পষ্ট বোঝা গিয়েছে ছবিগুলিতে।

ট্রান্সজেন্ডার মডেলে মজলেন এমবাপে

সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন রাশা। ২ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টির ছবি, ভিডিওর পাশাপাশি মা রবীনার সঙ্গেও মাঝেমধ‍্যে ছবি শেয়ার করেন তিনি। রাশা যে অত‍্যন্ত সুন্দরী তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু মায়ের দেখাদেখি তিনি অভিনয় জগতে আসবেন কিনা তা শুধু সময়ই বলতে পারে।