বিনোদন ডেস্ক : সম্প্রতি অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্য টক অফ দা টাউন। আজকাল বলিউডের স্টারকিডরা তাদের অ্যাক্টিভিটি জন্য প্রায় সবসময়ই লাইমলাইটে থাকে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যাশনেবল ফটো আপলোড করে রীতিমতো সকলের নজরে এসেছেন নাইসা। বলাবাহুল্য সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই একটিভ।
আপাতত নাইসা পড়াশোনা সূত্রে সিঙ্গাপুরে থাকেন। তবে বর্তমানে ছুটি কাটাতে মুম্বাই এসেছেন। বড়দিনের আগে একটি ফ্যান পেজ পেজ থেকে তাঁর হট লুক এর একটি ছবি পোস্ট করা হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে কাজল কন্যা নাইসা একটি লিফটের মধ্যে মিরর সেলফি তুলেছেন। তাঁর পরনে রয়েছে ব্ল্যাক কালারের অফ শোল্ডার ডিপ ভি নেক একটি ফ্যাশনেবল ড্রেস। এর সাথে মানানসই অত্যন্ত ছিমছাম মেকআপ রয়েছে তাঁর মুখে।
গলায় একটি গোল্ডেন চেন এবং হাতে রয়েছে একটি মিন্ট গ্রিন রঙের স্লিং ব্যাগ তবে এই পোশাকে কাজল কন্যার শরীরী ভাঁজ অত্যন্ত সুস্পষ্ট ভাবে ফুটে উঠেছে।
নেটিজেনরা নাইসার এই সেলফি সাথে ২০১৭ সালে কাজলের একটি ছবির মিল খুঁজে পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মা-মেয়ের সেই ছবি কোলাজ করে আপলোড করেছেন। তবে এই ছবি দেখে অনেকেই বলছেন ভবিষ্যতে মাকে টেক্কা দেবেন মেয়ে।
পূর্বে কাজল করন জোহরের কফি উইথ করন শোতে এসে জানিয়েছিলেন নাইসার ফোন ঘাঁটার কোন সুযোগই তিনি পান না। তার কারন প্রতিদিন বাড়ি এসে নতুন নতুন পাসওয়ার্ড সেট করে মেয়ে। তবে সম্প্রতি টুইংকেল খান্না সাথে এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন অজয় দেবগনের মেয়ের ব্যাপারে খুবই রক্ষণশীল । এখনো পর্যন্ত নাইসা বাড়ি না ফিরলে অজয় রাত্রে ঘুমান না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।