বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই সংগীতে ফেরার ইঙ্গিত দিচ্ছেন জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি মুক্তি পাওয়া তার স্মৃতিকথামুলক বই ‘দ্য ওম্যান ইন মি’-এর সাফল্যের পরে সংগীতে ফিরে আসার পরিকল্পনার আভাস দিয়েছেন এই গায়িকা। তবে সেই আভাসেও বিতর্কই টেনে আনলেন ব্রিটনি।
গ্র্যামি-জয়ী সংগীতশিল্পী রবিবার তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যে তিনি একটি নতুন গান লিখেছেন, ‘হেট ইউ টু লাইক মি।
’ যদিও গায়িকার পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ ছিল, কিন্তু ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ব্রিটনির নতুন গানের শিরোনামের সঙ্গে সেলেনা গোমেজের হিট ব্রেকআপ গান ‘লস ইউ টু লাভ মি’-এর সাথে মিল খুঁজে পাচ্ছেন। এখানেই বাঁধছে বিপত্তি। ইতোমধ্যেই ব্রিটনি-গোমেজ দ্বন্দ্ব একাধিকবার আলোচনায় উঠে এসেছে। এবার আবার গোমেজের গানের সাথে মিলিয়ে ব্রিটনির নতুন গানের শিরোনাম! তবে কি সেলেনা গোমেজকে খোঁচানোর কাজই করছেন ব্রিটনি? অবশ্য দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন উভয়ের অনুরাগীরাই।
সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখছেন, ‘ব্রিটনি কি আবার সেলেনাকে খোঁচা দিচ্ছেন?’ কেউ লিখছেন, ‘দুজনের কোনো একটা যোগসূত্র রয়েছে।’ কেউ বা ব্রিটনিকে বিদ্রুপ করে লিখেছেন, ‘ব্রিটনি স্পিয়ার্স তার স্মৃতিকথার জন্য সে যে প্রশংসা পাচ্ছেন তা উপভোগ করতে পারছেন না। তাকে কেবল সেলেনাকে অপমান করার উপায় খুঁজে বের করতে হচ্ছে।’
কেউ কেউ আবার ব্রিটনির সমর্থনে লিখেছেন, ‘ব্রিটনি এবং সেলেনা বন্ধু। মনে রাখবেন যে ব্রিটনি তাকে তার বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন।’ এদিকে ব্রিটনি নিজের নতুন গানের বিষয়টি শেয়ার করার সময় জানিয়ে দিয়েছেন, কারো সঙ্গে পাঙ্গা নেই। অর্থাৎ তিনি আগে থেকেই অনুমান করেছিলেন যে সেলেনার অনুরাগীদের সঙ্গে তার নতুন করে পাঙ্গা হতে চলেছে এই শিরোনামের কারণে।
ব্রিটনি ও সেলেনার মধ্যে দ্বন্দ বেশ পুরনো। ২০১৬ সালে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বক্তৃতার পরে ব্রিটনি আপাতদৃষ্টিতে সেলেনাকে ‘ভণ্ড’ বলেছিলেন।
এর জবাবে সেলেনা গোমেজও বলেন, ‘আমি ইনস্টাগ্রামে আপনার দেহ দেখতে চাই না। আমি দেখতে চাই ইনস্টাগ্রামে কি চলে।’
এরপর দুজনের একাধিক বাক বিতণ্ডা চলেছে সামাজিক মাধ্যমে। তখন থেকেই উভয়ের ভক্ত অনুরাগীরাও দুই দলে ভাগ হয়ে গেছেন এবং সুযোগ পেলেই একে অন্যকে বিদ্রুপে নেমে পড়ছেন। এবার ব্রিটনির নতুন গানের শিরোনাম নিয়েই ফের পুরনো দ্বন্দ্ব জেগে উঠেছে উভয়ের ভক্তকুলে। তবে সেলেনা গোমেজ এখন পর্যন্ত ব্রিটনির নতুন গানের শিরোনাম সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
সূত্র : পেজ সিক্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।