জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গানের স্টুডিওতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে দুই যুবক দগ্ধ ও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে চৌধুরীবাড়ি এলাকায় কবি ও লেখক এস এম শামীমের বাড়ির গানের স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় এস এম শামীমের ছেলে ভাবন ও তার বন্ধু মাহিন। আহত হয় আরও তিনজন।
স্বজনরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত দোতলা ভবন থেকে নিচে নেমে দেখেন রুমের দরজা এবং জানালার কাচ ভেঙে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে গিয়ে দুইজনকে দগ্ধ অবস্থায় দেখেন।
এ সময় আশপাশের কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।