বিনোদন ডেস্ক : শুধুমাত্র একটা গানের জোরেই যে ভুবনজোড়া খ্যাতি পাওয়া যায় তা সম্ভব করে দেখিয়েছেন ভুবন বাদ্যকর। বীরভূমের এক অখ্যাত গ্রাম থেকে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে তাঁর নাম, কেবল মাত্র একটি গানের দৌলতে। ‘কাঁচা বাদাম’, বিগত এক বছরে এই গানটা শোনেননি এমন মানুষ হয়তো আতশ কাঁচ দিয়েই খুঁজে বের করতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কাঁচা বাদাম পৌঁছে গিয়েছে সবার মুঠোফোনে। বহু মানুষ রিল ভিডিও বানিয়েছেন।
একটা লম্বা সময় পর্যন্ত নেটপাড়ায় রিল বানানোর জন্য সবথেকে জনপ্রিয় এবং ট্রেন্ডিং গান ছিল কাঁচা বাদাম। আমজনতা থেকে দেশ এবং বিদেশের তারকারাও নেচেছিলেন কাঁচা বাদামের তালে। একজন সাধারণ বাদাম বিক্রেতা, যে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বেচে বেড়াত, এখন তার দহরম মহরম দেখার মতো।
বাদাম বিক্রির পেশাকে কবেই বিদায় জানিয়েছেন ভুবন। নিজেকে ‘সেলিব্রিটি’ তকমা দিয়ে এখন পুরোপুরি গান বাজনার দিকে মন দিয়েছেন তিনি। একাধিক নতুন গান তিনি রেকর্ড করেছেন বলে খবর। যদিও এখনো পর্যন্ত একটি গানও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হলেন ভুবন।
গানের পাশাপাশি এবার অভিনয়ও শুরু করেছেন তিনি। এর আগেই অবশ্য খবরটা জানিয়েছিলেন ভুবন। তবে বড়পর্দা বা ছোটপর্দায় নয়। আপাতত যাত্রাপালার মঞ্চে অভিনয়ে হাতেখড়ি হয়েছে ভুবনের। ‘খোকাবাবুর খেলাঘর’ নামে একটি যাত্রাপালায় সম্প্রতি অভিনয় করেছেন তিনি।
সেই যাত্রাপালারই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। গেরুয়া পাঞ্জাবি পাজামা পরে মঞ্চে দাঁড়িয়ে ‘কাঁচা বাদাম’ গানটি গাইতে শোনা যাচ্ছে ভুবনকে। মঞ্চে আরো দুজন অভিনেতা অভিনেত্রীও রয়েছেন। যদিও যাত্রায় ভুবনের অভিনয়ের ঝলক এখনো দেখা যায়নি।
লটারিতে ২৪৮ কোটি টাকা জিতেও বউকে জানালেন না যুবক, কারণ জানলে অবাক হয়ে যাবেন
প্রসঙ্গত, কাঁচা বাদামের জনপ্রিয়তার দৌলতে অবস্থার অনেক উন্নতি হয়েছে ভুবনের। কাঁচা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি বানিয়েছেন তিনি। হাতে এসেছে আইফোন। দিল্লিতে গিয়েও শো করে এসেছেন ভুবন। এবার তাঁর নতুন গান কবে আসে সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।