গান গাইতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : ছোটবেলায় কুয়ার মধ্যে মাথা দিয়ে গান গাইতে গিয়ে সেই কুয়ায় পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে একজন কুয়া থেকে পানি তোলার বালতি ফেললে সেটি ধরে উপরে ওঠেন তিনি।

তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তথ্য অধিদপ্তরে ‘সাবাস সোনার বাংলাদেশ’ গানের পোস্টারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি মজার ঘটনা আছে, হয়তো কেউ কেউ জানে না। আমার ছেলেবেলায় চট্টগ্রাম শহরে আমাদের যেখানে বাসা ছিল, একেবারে ছোটবেলায় সেখানে কুয়া ছিল, ঢাকা শহরেও তখন (কুয়া) ছিল। তো কুয়া থেকে পানি তোলা হতো। এখন আর ঢাকা শহরেও নাই, চট্টগ্রাম শহরেও নাই। সেই কুয়ার মধ্যে মাথা দিয়ে গান করতাম (কুয়ার মধ্যে শব্দ করলে তার প্রতিধ্বনি হয়) । একদিন এ রকম (কুয়ার মধ্যে) মাথা দিয়ে গান করতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম।

ঘটনার সময় কেউ বাসায় ছিল না উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা আইনজীবী ছিলেন, তিনি তখন কোর্টে ছিলেন। আমার মা অসুস্থ, হাসপাতালে ছিলেন। বাসায় ১৭/১৮ বছরের একজন ছিল, সে পড়ার আওয়াজটা শুনেছে, কিছু একটা পড়ে গেছে। দৌড়ে এসে সে তখন যে বালতি দিয়ে পানি তোলা হয়- সেটা ফেলে; আমি তখন সেটা ধরে বসি, তখন সে টেনে তোলে।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো যুবকের মরদেহ

মন্ত্রী বলেন, আমি গানের একজন ভালো শ্রোতা। মানুষ তো গান গায় কিন্তু গানের ভালো শ্রোতারও দরকার আছে। আমি গানের একজন ভালো শ্রোতা এজন্য বলছি কারণ, আমি এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন মোটামুটি গান শুনি। আমার পক্ষে তো সময় করে নেওয়া কঠিন, তাই রাতে ঘুমানোর আগে গান শুনি। সেজন্য ঘুমাতে একটু দেরি হয়ে যায়। কালকেও এক ঘণ্টা দেরি হয়েছে।