গান গেয়ে ‘দিদি নং ১’-এর মঞ্চ কাঁপালেন মিঠাই ও উচ্ছেবাবু

দিদি নং ১

বিনোদন ডেস্ক : জি বাংলা সম্প্রচারিত ও দীর্ঘদিন ধরে টিআরপি রেটিং-এ প্রথম স্থান ধরে রাখা একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। আবার অন্যদিকে দীর্ঘদিন ধরে চলে আসা জি-বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘দিদি নং ওয়ান’। এবার মিঠাইয়ের কলাকুশলীরা হাজির হতে চলেছে অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের সঞ্চালিত ‘দিদি নং ওয়ান’ এর মঞ্চে। ফলে ধারাবাহিকপ্রেমীদের বহুদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে।

দিদি নং ১

‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে প্রায়ই থাকে নতুন নতুন চমক। বঙ্গ ধারাবাহিক এর পাশাপাশি বড় পর্দার বিভিন্ন চেনা অচেনা তারকাদের দেখা মেলে এই জনপ্রিয় শোতে। কিন্তু জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর কলাকুশলীরা বিশেষ করে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এতদিন ধরে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে উপস্থিত না হওয়ার দরুন তাঁর ভক্তদের কাছে অভিযোগের শেষ ছিল না। অবশেষে লক্ষ্মীপুজোর দিন একটি বিশেষ পর্বে গোটা মিঠাই পরিবার হাজির হতে চলেছে ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে।

যেখানে অভিনেত্রী সৌমিতৃষার পাশাপাশি মঞ্চে উপস্থিত থাকবে মোদক বাড়ির সদস্য নিপা ওরফে ঐন্দ্রিলা সাহা ও শ্রীতমা ওরফে দিয়া মুখোপাধ্যায়। এর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আরো বিশেষ একটি চমক। শুধুমাত্র মোদক পরিবারের মেয়ে ও পুত্রবধূ নয় এই বিশেষ পর্বে দিদি নং ওয়ান এর মঞ্চে উপস্থিত থাকবে ধারাবাহিকের নায়ক ‘সিদ্ধার্থ’ তথা আদৃত রায়।

তবে তিনি খেলার উদ্দেশ্যে নয় বরং একটি গানের রাউন্ডে পারফর্ম করার জন্য সেখানে উপস্থিত থাকতে চলেছেন। এছাড়াও এই বিশেষ পর্বে শুনতে পারা যাবে মিঠাইয়ের গল্পের ছলে বলা হুড়হুড় ইংলিশ।‌ অর্থাৎ মিঠাইয়ের ভক্তদের বহুদিনের স্বপ্ন যে অবশেষে পূরণ হতে চলেছে তা বলা বাহুল্য।

বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে গেইলের ভবিষ্যদ্বাণী

প্রসঙ্গত, কিছুদিন যাবত জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকের ফলাফল খুব একটা ভালো হচ্ছে না। একসময় টিআরপি রেটিং-এর তালিকায় প্রথম স্থানে থাকা এই ধারাবাহিকটির স্থান নেমে এসেছে পাঁচ নম্বরে। একঘেয়ে গল্পের জেরে অনেকেই বিমুখ হয়েছেন এই ধারাবাহিকটি থেকে। তবে মিঠাইরানির জনপ্রিয়তা একই রয়েছে দর্শক মাঝে। এমতাবস্থায় দিদি নং ওয়ানের মঞ্চে বিশেষ পর্বে মিঠাই পরিবারের উপস্থিতি নিয়ে অনেকেই অবাক।