বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা, যেখানে রাতারাতি যে কেউ জনপ্রিয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় যে কোনও জিনিস একবার ভাইরাল হলেই সেই বিষয়ে সকলের আগ্রহ বাড়তে শুরু করে। ভারতের বীরভূমের ভুবন বাদ্যকার (Bhuban Badyakar) তাঁর কাঁচা বাদাম (Kacha Badam) গানের জন্য এখন রীতিমতো একজন আলোচির তারকা বনে গেছেন। তাঁর কাঁচা বাদাম গান ভারতের সাথে সাথে বাংলাদেশেও ব্যাপক পরিমানে জনপ্রিয়। এমন কেউ হয়তো নেই যে তাঁর কাঁচা বাদাম গান শোনেনি। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কাঁচা পেয়ারা গান। কিন্তু, সেটি টেক্কা দিতে পারেনি ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানকে। সম্প্রতি আবার ভাইরাল হয়েছে পাকা আঙুর গান। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গানের ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পাকা আঙুর গান ভাইরাল হয়েছে তা শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। saaliminayat নামের ইন্সটাগ্রামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই গান। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক বৃদ্ধ পাকা আঙুর নিয়ে বসে রয়েছেন বিক্রি করার জন্য। আঙ্গুরের সঙ্গে সেখানে পেয়ারাও রয়েছে। কিন্তু ওই বৃদ্ধ পাকা আঙুর বিক্রি করার জন্য একটি গান গেয়ে চলেছেন। পাকা আঙুর বিক্রি করার জন্য তিনি যে গান তৈরি করেছেন তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই বৃদ্ধ বিক্রেতার পাকা আঙুর গান সকলের নজর কেড়েছে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর পাকা আঙুর গান ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই ঝড় তুলেছিল ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান। এখনও সোশ্যাল মিডিয়া থেকে সেই কাঁচা বাদামের রেশ যায়নি। সেলিব্রিটি থেকে আমজনতা সকলেই পা মিলিয়েছে ভুবনের কাঁচা বাদাম গানে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হতে শুরু করে তাঁর গানের সঙ্গে নাচ। এর ফলে ভুবন বাদ্যকার রাতারাতি একজন সেলিব্রিটি হয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে পাকা আঙুর গান। ওই প্রবীণ বিক্রেতার সুর এবং গানের কথা সকলেরই বেশ পছন্দ হয়েছে।
সূত্র: এই সময়
অস্কারের মঞ্চে উপস্থাপককে স্মিথের চড়,আলোচনায় অ্যালোপেশিয়া; কী এই রোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।