বিনোদন ডেস্ক : প্রচারের আলোয় থাকার জন্য কী না করা যায়! তাই বলে প্রেম? হ্যাঁ, এমনটাই বললেন ‘তুম বিন’-এর অভিনেতা হিমাংশু মালিক। একটি নামী পত্রিকা গোষ্ঠীর তরফে তাঁকে বলা হয়েছিল, “এ বার একটা পরকীয়া করুন। গোয়ার হোটেলে উঠুন। আমরাও সেখানে পৌঁছে যাব। তার পর খবরটা ফাঁস করব।”
তারা আরও বলেছিল, “একটা প্রেম হলে এখন আপনিও খবরে থাকবেন, আর আমরাও নতুন রসদ পাব!”
সেই পরামর্শ শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন হিমাংশু। বুঝেছিলেন, এ ভাবেই কাজ হয় বলিউডে! এই বুঝি শিরোনামে থাকার রসায়ন! অভিনয়ের পাশাপাশি সম্প্রতি পরিচালনায় এসেছেন হিমাংশু। ছবি ‘চিত্রকূট’-এর শ্যুটিং শেষ করেছিলেন ২০১৮ থেকে ‘১৯ এর মধ্যেই। তার পর করোনার কারণে বিলম্ব। ছবিটি মুক্তি পেয়েছে গত ২০ মে।
‘চিত্রকূট’-এর কাহিনি সম্পর্কের সমীকরণ নিয়েই। ভালবাসা, নৈকট্য এবং চাওয়া-পাওয়ার চোরা স্রোত যে কী ভাবে বহমান থাকে, তা বুঝিয়েছে তিন শহরের গল্প। গোয়া, মুম্বই আর পুণে– নামের ব্যবহারের মধ্যেও লুকিয়ে আছে প্রতীক। সঙ্গে ছুঁয়ে গেছে পুরাণের অনুষঙ্গ।
তবে বাস্তব জীবনে স্ত্রী-সন্তান নিয়ে সুখেই আছেন হিমাংশু। কাজের বাইরে প্রচার নিয়ে আদৌ তিনি চিন্তিত নন, এমনই জানিয়ে থাকেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।