সঙ্গম করলেই দিতে হবে ট্যাক্স, সত্য নাকি নিছক কল্পনা!

Tax

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত আয় বা সম্পদের ওপর কর আরোপ করা হয়, তবে ইতিহাসে এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে ব্যক্তি বিশেষের জীবনযাত্রা ও সম্পর্কের ওপরও কর বসানো হয়েছে!

Tax

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অর্থনৈতিক সংকট কাটাতে এক অভিনব প্রস্তাব এনেছিল। ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি বার্নার্ড গ্ল্যাডস্টোন প্রস্তাব দেন, সঙ্গম কর হিসেবে প্রতিবার দুই ডলার দিতে হবে! যদিও শেষ পর্যন্ত এটি আইনে পরিণত হয়নি। তবে ইউরোপের কিছু দেশে যৌন ব্যবসার ওপর কর আরোপের উদাহরণ রয়েছে।

জার্মানির আইনি কর ব্যবস্থা
২০০৪ সালে জার্মান সরকার আইন করে যে, দেহ ব্যবসায় যুক্ত ব্যক্তিদের মাসে ১৫০ ইউরো কর দিতে হবে। বন শহরে এই কর দৈনিক ছয় ইউরো পর্যন্ত নির্ধারিত। যেহেতু জার্মানিতে এটি বৈধ, তাই কর আদায়কেও অন্যায্য বলা যায় না।

উল্টো উদাহরণ: ব্যাচেলর ট্যাক্স
নবম শতকের রোমে সম্রাট অগাস্টাস অবিবাহিত ব্যক্তিদের জন্য ‘ব্যাচেলর ট্যাক্স’ চালু করেন, যাতে মানুষকে বিয়ের প্রতি উৎসাহিত করা যায়। ১৫ শতকে অটোমান সাম্রাজ্যেও অনুরূপ কর ব্যবস্থার প্রচলন ঘটে। এমনকি ১৯৩০-এর দশকে ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি ২১ থেকে ৫০ বছর বয়সী অকৃতদার পুরুষদের জন্য বাধ্যতামূলক কর চালু করেন।

Google Pixel 7 এখন অর্ধেক দামে! Flipkart সেলে দুর্দান্ত অফার

এমন কর কি আদৌ কার্যকর?
বিভিন্ন সময়ে এই ধরনের কর ব্যবস্থা চালু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। আধুনিক সমাজে ব্যক্তিগত সম্পর্কের ওপর কর বসানোর ধারণা বেশ অবাস্তব মনে হলেও, ইতিহাসের পাতা বলে দেয় যে, কোনো না কোনো সময় কিছু সরকার এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে!

আপনার মতামত কী? এমন কর বাস্তবে কার্যকর হলে কেমন হতো?