জুমবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। তারা একবার বলে ডিসেম্বর। আরেকবার বলে মার্চ, আবার বলে জুনের মধ্যে নির্বাচন। সংস্কারতো চলমান প্রক্রিয়া। আর সংস্কারতো জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা করবে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় তারেক রহমানের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ ও আহত হয়েছেন। আমরাও তাদের বিচার চাই। যারা স্কুলপড়ুয়া তরুণ ও শিশু বাচ্চাদের বুকে গুলি করে হত্যা করেছে।
শেখ হাসিনা দেশে যে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল। তাদের বিচার করতে এতো সময় লাগবে কেন? আর এ বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন। জনগণ কেন তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। আপনেরা কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দল ৭১ এর স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে গণপরিষদ চায়? গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। ২০২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতাতো অর্জন হয়েছে ১৯৭১ সালে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও দলটির রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আওয়াল।
পরে ছাত্র-জনতার আন্দোলনে এনায়েতপুরে নিহত ছাত্রদল নেতা কবির হোসেন ও শহীদ মাসুম বিল্লাহর পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ টাকা ও শতাধিক হত-দরিদ্র পরিবারকে শাড়ি ও খাবার বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হোসেন, সাবেক সদস্যসচিব বণি আমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।