খেলাধুলা ডেস্ক : এখনও বিয়ে করেননি রিংকু সিং। তার আগেই আলোচনার শীর্ষে এই মারকুটে ব্যাটারের বিয়ের খবর। এর পেছনে আছে যথার্থ কারণ। সংসদ সদস্যকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রিংকু।
ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারতের লোকসভার সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে রিংকুর পরিবার থেকে। সমাজবাদী দলের সংসদ সদস্য প্রিয়ার বোনের স্বামীর কাছে সেই প্রস্তাব পাঠানো হয়।
মেয়ের সঙ্গে রিংকুর বিয়ের আলাপের বিষয়টি স্বীকার করেছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ। তিনিও একজন রাজনীতিবিদ। এর আগে তিনবার লোকসভার সাংসদ ছিলেন। বর্তমানে পালন করছেন এমএলএ’র দায়িত্ব। যদিও রিংকু ও প্রিয়ার মধ্যে বাগদানের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তুফানি।
১৫০ কোটি টাকা চিকিৎসায় অনুদান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা
ভারতীয় গণমাধ্যমকে তুফানি বলেন, ‘কাজের জন্য প্রিয়া এই মুহূর্তে থিরুভানান্থপুরামে আছে। ওর সঙ্গে রিংকুর বিয়ের খবরটি মিথ্যে। এটা ঠিক যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে কথা চলছে। তবে এখনও কিছু ঠিক হয়নি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।