আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অসংখ্য শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের প্রশ্নের মুখে এ তথ্যের সত্যতা জানার চেষ্টা করেছে জনপ্রিয় এক নিউজ পোর্টাল।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) কর্মকর্তারা বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানা নেই।
মাউশি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। আমি এখনো দেখিনি। তবে এরকম কোনো আলোচনা হয়নি। আমার কাছে এ বিষয়ে কোনো আপডেটও আসেনি। আমার জানা মতে মন্ত্রণালয়েও এ বিষয়ে কোনো আলাপ হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান বলেন, সরকার থেকে কোনো ডিসিশন হলে সেগুলো পরিপত্র বা আদেশ হয়। এমন কোনো কিছু আমি পাইনি। তাই এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারছি না।
উল্লেখ্য, চলতি বছর ৭ মে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটি ছিল এককালীন সিদ্ধান্ত। এর আগেও, ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা ভুয়া প্রমাণিত হয়।
সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’- এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে বলে মত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।