রাহুলের জন্য পাত্রী খুঁজতে বললেন সোনিয়া গান্ধী!

রাহুল সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : বয়স ৫২। এখনো ভারতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তিনি। কবে বিয়ে করবেন? প্রায় দুদশকের রাজনৈতিক জীবনে বহুবারই এই ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাহুল গান্ধীকে।

রাহুল সোনিয়া গান্ধী

সব সময়ই এই প্রশ্ন শুনে হেসেছেন সোনিয়াপুত্র। আবার কখনো বলেছেন, তার জীবনে ‘বিশেষ কেউ নেই।’ কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন রাহুল।

এবার হরিয়ানা রাজ্যের সোনিপাতের কিষানিরা তার বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন মা সোনিয়া গান্ধীর কাছে। গত ৮ জুলাই হরিয়ানার সোনিপাত সফরে গিয়েছিলেন রাহুল। সে সময় সেখানকার কিষানিদের তিনি কথা দিয়ে আসেন, তাদের রাজধানী দিল্লিতে ঘোরাবেন এবং নিজ বাড়িতে আপ্যায়ন করাবেন।

এসব কিষানি হরিয়ানা থেকে বাসে করে রাজধানী দিল্লিতে এসে গান্ধী পরিবারের সঙ্গে দেখা করেন। সে সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এরমধ্যে ওঠে আসে রাহুল গান্ধীর বিয়ের বিষয়টি। ৫৩ বছর বয়সী রাহুল এখনো বিয়ে করেননি। সোনিয়ার সঙ্গে গল্পরত এক কিষানি তাকে বলেন, ‘রাহুলকে বিয়ে দিন’।

এর জবাবে হাসতে হাসতে সোনিয়া বলেন, ‘আপনি মেয়ে (পাত্রী) খুঁজে দেন। তাহলে বিয়ে হবে।’ কিষানিদের সঙ্গে সুন্দর মুহূর্ত পার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

চাচা বাদ, মামাই সত্য: পরীমনি

ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল গান্ধীকে নিয়ে মজা করতে শোনা যায়। ভিডিওটির শেষে দেখা যায় কিষানিদের সঙ্গে নাচছেন সোনিয়া গান্ধী।