ভারত সংখ্যালঘু অধিকার সুরক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই দেশে সম্প্রীতি গড়ে তোলা হবে। শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক

বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলব। ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।’
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুদুল্লাহ আরো বলেন, ‘হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থীদের এ দেশে ঊনমানুষ বানিয়ে রেখেছিলেন।
শুধু তা-ই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



