বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের বয়স প্রায় অর্ধযুগ হলেও এখনও নিজেকে প্রথমসারিতে নিয়ে যেতে পারেননি অভিনেত্রী জাহ্নবি কাপুর। নানা সময় ব্যক্তিজীবন ও নিজের অভিনয় দক্ষতা নিয়েও তাই ট্রল করতে ভুল করেন না নেটিজেনরা। স্বজনপ্রীতির কারণে তিনি সিনেমায় সুযোগ পান বলেও মন্তব্য করেন অনেকে।
যদিও শুরু থেকেই নিজেকে প্রমাণের চেষ্টা করছেন এই অভিনেত্রী। বর্তমানেও তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এমনকি কিছুদিন আগেই তিনি নাম লিখিয়েছেন দক্ষিণী সিনেমায়। দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবি।
তবে এ নিয়েও নেতিবাচক আলোচনা কম হয়নি। ক্যারিয়ার বাঁচাতে দক্ষিণমুখী হচ্ছেন অনেক বলিউড তারকা। আর সেই দলেই নিজের নাম লিখেছেন জাহ্নবি! এদিকে দক্ষিণী সিনেমার দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়া বলিউড সিনেমা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিনেমা প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দারুণ প্রভাব ফেলেছে। দর্শকরা আবারও হলমুখী হচ্ছেন। বছরের শুরুতেই সেই প্রমাণ দিয়েছে ‘পাঠান’-এর সাফল্য।
পাশাপাশি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিটিও বেশ ভালো ব্যবসা করেছে। চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’। সেই ছবি নিয়েও দর্শকের উৎসাহ কম নয়। অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। অতিমারি ও লকডাউনের আবহে ওটিটির আধিপত্য বাড়লেও বক্স অফিস ও বিনোদন বাণিজ্যের কথা মাথায় রেখে চলতি বছরের শুরু থেকে প্রেক্ষাগৃহে ফেরার দিকেই ঝুঁকছেন বলিউড নির্মাতারা। ঠিক সময় এমন সময় বরুণ ধাওয়ান-জাহ্নবি অভিনীত ‘বাওয়াল’ মুক্তির কথা চলছে জনপ্রিয়তার পথে হাঁটা ওটিটি মাধ্যমে! শুরুতে নীতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা শোনা গেলেও বলিপাড়ায় গুঞ্জন চলছে ওটিটিতেই যাচ্ছে ‘বাওয়াল’। এরইমধ্যে নাকি নির্মাতা সেই চুক্তিও করে ফেলেছেন! আর এ নিয়েই জোর আলোচনা চলছে জাহ্নবির খুঁড়িয়ে চলা ক্যারিয়ার আরও সংকটে পড়তে যাচ্ছে।
সিনেবোদ্ধারা মনে করছেন, ওটিটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেলেও বিগ বাজেটের সিনেমার ব্যবসা জন্য এখন নির্ভরযোগ্য মাধ্যম হতে পারেনি। তাই সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলে জাহ্নবির ক্যারিয়ারে সেটা নেতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।