সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা

deepika

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েকটি দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তানের মুখ দেখবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, ইতোমধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা।

deepika

গত ২৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামের পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ইমোজিও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও আট মাস বাকি। তবে তর সইছে না হবু বাবা-মায়ের। তাই ঠিক করে ফেললেন তাদের প্রথম সন্তানের নাম।

জানা গেছে, ছেলে হোক অথবা মেয়ে— সন্তান হলে নাম রাখবেন শৌর্যবীর সিং। দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান রণবীর। দুজনেই বাচ্চা ভীষণ ভালোবাসেন রণবীর-দীপিকা।

এর আগে, ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুজনেই বলেছিলেন— সন্তানের কথা ভাবছেন রণবীর-দীপিকা। সেসময় দীপিকা বলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি।

এদিন সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন তারা।

সালমান খানের হাত ঘড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

এখন এটাই দেখার পালা— কন্যা না কি পুত্র, রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসবে? তবে সেই সুখবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।