বিনোদন ডেস্ক : এবার ফুটবলার হয়ে আসছেন জনপ্রিয় দুই চিত্রনায়ক সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। বল পায়ে মাঠ কাপাবেন সিয়াম আর টিমের অধিনায়ক শরিফুল রাজ। তবে বাস্তবে নয়, এমন চরিত্রে তাদের দেখা মিলবে ‘দামাল’ সিনেমায়। এই দুই চিত্রনায়ক জানিয়েছে, সিনেমার কাজ করতে গিয়ে ফুটবলের প্রেমে পড়েছেন তারা।
গতকাল মঙ্গলবার ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই দুই তারকা। বাস্তব জীবনে দুজনেই পূত্র সন্তানের বাবা। তাই মজার ছলে তাদের প্রশ্ন করা হয়, নিজেদের সন্তানদের ফুটবলার বানাবেন কিনা? এমন প্রশ্নে উত্তরে সিয়াম মজা করে বলেন, ‘আমার যদি সুযোগ হয় ফুটবল দল না, একটা ফুটবল ক্লাব বানাবো ওদেরকে (সন্তান) নিয়ে।’ এসময় রাজও সিয়ামের উত্তরে সায় দেন।
রাজ বলেন, ‘আমিও আমার সন্তানকে সিয়াম ভাইয়ের সেই ফুটবল ক্লাবে পাঠাব।’ এমন উত্তরে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানস্থলে।
গতকাল সন্ধ্যায় বসুন্ধরা সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিয়াম জানান, তারা সিনেমার শুটিংয়ের আগে তিন মাস ফুটবল খেলার প্রশিক্ষণ নিয়েছেন। এরপর শুটিংয়ে যান। এমনও হয়েছে শট চলছে, অথচ তারা বমি করছেন। কিন্তু শুটিং বন্ধ করছেন না। সিনেমার জন্য এমন অনেক কষ্ট করেছেন তারা।
এসময় রাজ বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হয়ছে। ফুটবলার হতে তিন-চার মাস প্র্যাকটিস করেছি। শুটিংয়ে আমি আমার কাজটা করেছি। বাকি কাজটা ছিল আমার টিমের। রাফি সবটা দেখভাল করেছে। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।’
১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় ‘দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা। তারকাবহুল এই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। আর অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।
নির্মাতা জানান, আগামী ২৮ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দামাল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।