দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, তিনি মা হতে চান, তবে গর্ভে ধারণ করে নয়, সন্তান দত্তক নিয়ে। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে এই অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
জয়া জানান, যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে একটি শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ও তার বোন। তবে প্রক্রিয়াগত জটিলতার কারণে সেটা এখনও বাস্তবায়ন হয়নি।
এই অভিনেত্রীর কথায়, “আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে একটি শিশু দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু অনেক জটিলতা রয়েছে।”
এ সময় জয়া দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার আহ্বান জানান। বলেন, “যাদের একটি সন্তান রয়েছে, তারা চাইলে দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতে পারেন। এতে সেই শিশুটিও একটি পরিবার পাবে।”
জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’তে তুলে ধরা হয়েছে দত্তক সন্তান ও মায়ের সম্পর্কের টানাপোড়েন। সিনেমার ট্রেলার মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে, এমনকি অমিতাভ বচ্চনও ট্রেলারটি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন।
‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। সিনেমাটিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।