এখন শিশু নাজমুল (১০) আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। গেলো দুই দিন আগেও সে তার মায়ের কোলে ভর দিয়ে চললেও আজ আর সে শক্তিটুকুও নেই তার।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে।
নাজমুলের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু গভীর বিশ্বাসে ভরা। সে সুস্থ হয়ে কোরআনে হাফেজ হতে চায়। আল্লাহর কালাম মুখস্থ করে একজন ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে চায় সে। কিন্তু ভয়াবহ এই অসুখ তার সেই স্বপ্নকে থামিয়ে দিতে বসেছে। শিশু নাজমুল সারাদিন শুধু আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ আমাকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাবার জন্য হলে পা দুটো ভাল করে দিন। কোরআর মুখস্থ করার জন্য আমাকে রহমত করুন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আয়ের অবস্থা এতটাই দুর্বল যে নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়।
এ প্রতিনিধির প্রচেষ্ঠায় অনেক কষ্টে রংপুরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে রংপুরের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা জরুরি। সময়মতো চিকিৎসা না হলে নাজমুল চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।
ডাক্তাররা বলেছে চিকিৎসার প্রাথমিক খরচ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। চিকিৎসার জন্য ‘সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশ করলে নাজমুলের মায়ের মোবাইলে সাহায্য আসে মোট ১৩৫০০ টাকা। নাজমুলের চিকিৎসার জন্য এখনও দরকার প্রায় ৭০ হাজার টাকার।
যখন পরিবারটির নুন আনতে পানতা ফুরার অবস্থা তখন এই বিপুল পরিমান অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয়।
শিশু নাজমুলকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাজমুলের মা নাজমা বেগম।
নাজমুলের মা নাজমা কাঁদতে কাঁদতে বলেন, আমার একটাই ছেলে। সে আমার চোখের সামনে ধিরে ধিরে পঙ্গু হয়ে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখছি। আমার মন বলে ঢাকা নিয়ে গেলে আমার ছেলেটা বাঁচবে। তাই সন্তানকে বাঁচাতে তিনি সমাজের হৃদয়বান বিত্তবানদের কাছে দু হাত পেতে সাহায্য চেয়েছেন।
নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343। ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


