বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে অসহ্য যন্ত্রণায় প্রায় শয্যাশায়ী ছিলেন সংগীতশিল্পী সনু নিগম। সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরেছেন। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল গত শনিবার। অনুরাগীদের অনুরোধে ‘মেরে ঢোলনা’ গানটি গাইতে শুরু করেন। ওই গানটি গাইতে গিয়ে আবেগে ভাসেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মোহিত হয়ে অনুষ্ঠান দেখেছেন ভক্ত-অনুরাগীরা। এ অনুষ্ঠানের মাঝে কেঁদে ফেলেন সোনু নিগম। প্রিয় গায়কের চোখে পানি দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনুরাগীরাও। বেঙ্গালুরুর অনুষ্ঠানের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এরপর ইনস্টাগ্রামে সনু একটি ভিডিও বার্তা শেয়ার করে অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেলার ঘটনার বর্ণনা দেন। সংগীতশিল্পীর কথায়, ‘বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়ি। শারীরিক, মানসিক ক্লান্তি নিয়ে সকালে ঘুম থেকে উঠি।’
‘মঞ্চে দাঁড়িয়ে আমি কান্না থামাতে পারছিলাম না। নিয়ন্ত্রণ করতে পারলে গান থামিয়ে দিতাম। কিন্তু তাতে অনুরাগীদের খারাপ লাগত।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝেছি কোনও শিল্পী নিখুঁত না গাইলেও অনুষ্ঠানের মাঝে এমন আবহ তৈরি হয় যে অনায়াসে গানের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেন শ্রোতারা। আবেগে ভেসে তাঁরাও কেঁদে ফেলেন।’
প্রসঙ্গত, বছর দুয়েক আগে মৃত্যু হয় সনু নিগমের মায়ের। সেই সময় মঞ্চে উঠে প্রায়শয়ই কেঁদে ফেলতেন সনু। বিশেষত ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গাইতে গিয়ে চোখের কোণে পানি আসত তার। ‘অভি মুঝমে কহি’ গানটি শোনার সময়ও চোখে পানি আসে সোনুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।