বিনোদন ডেস্ক : এমটিভি রোডিস সিজন এইটিন শুরু হয়েছে ৮ এপ্রিল। দক্ষিণ আফ্রিকায় শুটিং হওয়া এ সিজনের হোস্ট হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এ সিজন এখন পর্যন্ত পজিটিভ রিভিউ পাচ্ছে। রোডিসের হোস্ট হতে পেরে সোনু নিজে বেশ আনন্দিত। তার কথায়, অনেক বছর ধরে আমি এ শোয়ে অংশগ্রহণকারীদের জার্নি দেখছি। এর হোস্ট হিসেবে কাজ করাটা বড় দায়িত্ব ছিল। মাঝে মাঝে ভাবতাম সব পরিস্থিতি সামলাতে পারব কিনা।
দুই বছরে কভিডের অভিঘাতে দুর্দশাগ্রস্ত মানুষকে নানাভাবে সহায়তা করে প্রশংসা কুড়িয়েছেন সোনু। তাকে ভারতের ‘প্রকৃত নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে। এ নিয়ে তার অনুভূতি জানতে চাইলে একটি ভারতীয় গণমাধ্যমকে সোনু সুদ বলেন, ‘আমি সম্মানিত। দুই বছরে অসংখ্য মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে এ যোগাযোগ পথচলাকে বিশেষ করে তুলেছে। কিছু পরিবর্তন আনতে পারাটা খুব আনন্দ দেয়।’
ক্যারিয়ারে সোনু সুদ অনেক সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কভিডকালে তার এই ‘মাসিহা’ হয়ে ওঠা সিনেমার চরিত্রের ওপর প্রভাব রাখবে কিনা জানতে চাওয়া হলে হেসে উঠে তিনি বলেন, ‘বাস্তব জীবনের নায়ককে কে চায় পর্দায় ভিলেন হিসেবে দেখতে?’ এরপর তিনি যোগ করেন, ‘আমাকে এখন আর কেউ নেতিবাচক চরিত্রের প্রস্তাব দেন না। এমনকি মহামারীর আগে যেসব সিনেমার শুটিং করেছি, সেগুলোয়ও পরিবর্তন আনা হয়েছে। আমার চরিত্র ইতিবাচক করতে পুরো চিত্রনাট্যই বদলে দেয়া হয়েছে। মনে হয় আমার নতুন ইনিংস শুরু হয়েছে এবং প্রার্থনা করি সবকিছু যেন ভালোভাবে এগোয়।’
সোশ্যাল মিডিয়ায় সোনু পান নানা অদ্ভুত আবদার। কেউ বাড়ি ফেরার জন্য অর্থ সহায়তা চান, কেউ চান নিজের স্ত্রীকে সোনুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে। এসব অনুরোধ সোনুর ভালো লাগে। সোনুর মতে, সাধারণ মানুষ তাকে ভালোবাসেন বলেই এমন অনুরোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।